• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

কুলিয়ারচরে যত্রতত্র গড়ে উঠছে হাসপাতাল-ডায়াবেটিক সেন্টার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাস্থ্যসেবা নিয়ে তুঘলকিকাণ্ড থামছেই না। ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। প্রশ্ন রয়েছে, এ সমস্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও টেকনিক্যাল পারসনদের দক্ষতা নিয়েও। বাণিজ্যিকভাবে গড়ে উঠা এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দু’একটি ছাড়া অবশিষ্টদের নেই লাইসেন্স নবায়ন কিংবা সরকারি অনুমোদন। উপজেলার ৬টি ইউনিয়ন ও এক পৌরসভায় বেসরকারি ৮টি হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টার রয়েছে। এগুলো হলো, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আল রাজ্জাক ডিজিটাল মেডিকেল সেন্টার, অলিভ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার মেডিকেল সেন্টার, গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল, জেপিএস ডায়াবেটিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল ও তাসিন ডায়াগনস্টিক সেন্টার। এরমধ্যে শুধুমাত্র গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের লাইসেন্স নবায়ন করা আছে ২০২৬ সাল পর্যন্ত। অবশিষ্টগুলো ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালের পর কাগজপত্র নবায়ন করেনি। যদিও আল রাজ্জাক ডিজিটাল মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আবুল হাসেম দাবি করেছেন, তার হাসপাতালের কাগজপত্র হালনাগাদ নবায়ন করা আছে। এ ছাড়াও সেবা ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল, রাইয়ান মেডিকেল কেয়ার, লাইফ কেয়ার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসা করে যাচ্ছে। কুলিয়ারচর জেনারেল হাসপাতালে সরজমিন দেখা যায়, একজন ডাক্তার মো. মারুফুল করিম ও একজন নার্স কাম রিসিপশনিস্ট রেদুন্নাহারকে দিয়ে চলছে কার্যক্রম। হাসপাতালের বেডে রিয়া নামের একজন মহিলা সিজারের রোগী আছেন। হাসপাতালের বাহিরে বিলবোর্ডে নামি-দামি ডাক্তারদের নাম লেখা। কিন্তু বাস্তবে এসব ডাক্তারদের অস্তিত্ব এই হাসপাতালে নেই।
এ বিষয়ে হাসপাতালের জিএম স্বপন কুমার মল্লিক বলেন, মালিক পরিবর্তন হয়েছে। নতুন মালিক দায়িত্ব নেবে। কাগজপত্র নতুন করে তৈরি হবে। আউটডোরে কিছু চিকিৎসাসেবা দেয়া হলেও নতুন করে অপারেশন করা হয় না। কিন্তু হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মারুফুল করিম বলেন, এই মাসে অপারেশন কম হয়েছে। তবু ২০-২৫টি। বাহির থেকে ডাক্তার এনে সিজার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আদনান আখতার বলেন, আমরা প্রতিটি হাসপাতাল-ডায়াবেটিক সেন্টারকে চিঠি দিয়েছি। এ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কেউ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে কিনা এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *