# নিজস্ব প্রতিবেদক :-
জলবায়ুর অভিযোজনে নারীর নেতৃত্বের আহবানের মধ্যে দিয়ে আজ ১৫ অক্টোবর বুধবার নিকলীতে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং বেসরকারি সংস্থা পপির বাস্তবায়নাধীন ক্রিয়া প্রকল্পের আওতায় নিকলীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে দিবসটি। দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু অভিযোজনে গ্রমীণ নারী।’
দিবসটি উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সাইফুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দুর্গা রাণী দাশ এবং উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন। শোভাযাত্রায় আরও অংশ নেন প্রকল্পভুক্ত সদস্যবৃন্দ, শিক্ষক ও কৃষক।
শোভাযাত্রা শেষে শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা করা হয়। ক্রিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তৃণমূল নারী নেত্রী সেলিনা আক্তার, রোমেনা আক্তার, ইউপি সদস্য খুকুমনি প্রমুখ।
বক্তাগণ বলেন, হাওরাঞ্চলের নারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সবচেয়ে বেশি আক্রান্ত হলেও তারাই স্থানীয়ভাবে অভিযোজনের নানামুখি উদ্যোগ নিচ্ছেন। কৃষিকাজ, পানি ব্যবস্থাপনা, গবাদি পশু পালন ও পারিবারিক জীবনে নারীর জ্ঞান ও উদ্যোগই জলবায়ু সহনশীলতা গড়ে তুলছে। তারা আরও বলেন, গ্রামীণ নারীদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে মূল ধারায় আনতে হবে, যাতে তারা স্থানীয় উন্নয়ন ও জলবায়ু পরিকল্পনায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। কর্মসূচিতে অতিথিরা বলেন, জলবায়ু অভিযোজন শুধু প্রযুক্তি বা প্রকল্পনির্ভর নয়, এটি একটি সামাজিক প্রক্রিয়া। যেখানে নারীই মূল চালিকা শক্তি। তারা নীদের জন্য প্রশিক্ষণ, তথ্য প্রাপ্তি, সম্পদ ব্যবস্থাপনায় সমান সুযোগ নিশ্চিত করার আহবান জানান।