• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

কুলিয়ারচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

 

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর বুধবার বেলা পৌনে ১২টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সেখানে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. সোলায়মান।
উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক। তিনি স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া অনেক সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ উপায়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাকিল আহমদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তাইফুল ইসলাম খাজা, নয়াগাঁও বেপারিপাড়া মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধুমাত্র দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনে মেনে চলা উচিত। এতে ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার তাঁর বক্তব্যে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে—এটাই আজকের এই দিবসের মূল বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *