# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ৬০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব।
অভিযুক্ত কিশোররা হলো, পৌর শহরের নিউটাউন এলাকার বস্তি পাড়ার নাসির মিয়ার ছেলে সাব্বির মিয়া (১২), একই এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সুজন মিয়া (১২) ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার হাজী আলিমুদ্দীন মিয়ার বাড়ির অহিদ মিয়ার ছেলে সুমন মিয়া (১৪)।
মামলা এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বলাৎকারের শিকার শিশুটি পৌর শহরের উত্তরপাড়া নিউটাউন এলাকার রুজেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। শিশুটি ১১ জুন বিকাল তিনটার দিকে পৌর কবরস্থান মাঠে খেলাধুলা করছিল। হঠাৎ তিন কিশোর শিশুটিকে ৬০ টাকার প্রলোভন দেখিয়ে নীরব জায়গায় যেতে বলে। শিশুটি তাদের সাথে যেতে অস্বীকার করে। পুণরায় ১ ঘন্টা পর বিকাল চারটায় শিশুটিকে ফুসলিয়ে কিশোররা তাকে সৈয়দ নজরুল ইসলাম সড়কের সাথে বৈশাখী খেলা মাঠের পাশে একটি ঝোপের ভিতর নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় শিশুটির মা ভৈরব থানায় তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে রাতেই থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে শিশুটির মা বলেন, আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে। আমার ছেলেকে তিন কিশোর ফুসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করেছে। আমার ছেলে সন্ধ্যায় বাড়িতে এসে পায়ু পথের ব্যথায় চিৎকার করে বিষয়টি আমাকে অবগত করে। আমি আমার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। পরে চিকিৎসক আমার সন্তানকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। রাতেই আমি ভৈরব থানায় তিন কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, অভিযোগ পাওয়া সাথে সাথে রাতেই অভিযুক্ত তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজনই কিশোর হওয়ায় আদালতের মাধ্যমে তাদের গাজিপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।