# রাজন সরকার :-
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ ২ জুন সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ১২ জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান উপস্থিত ছিলেন।