# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ১৪ মে বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু সালেক উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মৃত সুনাম উদ্দীনের ছেলে।
জানা যায়, অভিযুক্ত আবু সালেক বুধবার বিকেলে শিশুটির বাড়িতে গিয়ে দাদুর কাছে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে রাস্তার পাশে একটি নির্জন স্থানে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই দিন রাতেই আবু সালেকের স্ত্রী শিশুটিকে তাঁর বাড়িতে পৌছে দিয়ে চলে যান। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মায়ের কাছে জানায়। এরপর তার মা শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আবু সালেকের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীর শিশুর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত আবু সালেহকে গ্রেপ্তার করা হয়। তাকে ১৫ মে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।