# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ড গমনকে কেন্দ্র করে এখন কিশোরগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠেছে। এই দাবিতে ৯ মে শুক্রবার বাদ জুমা কিশোরগঞ্জে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’ নামে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়ছে। জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আবদুল হামিদের থাইল্যান্ড গমনের প্রতিবাদে ৮ মে বৃহস্পতিবার রাতে তাঁর নিজ এলাকা মিঠামইন উপজেলা সদরেও বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
কিশোরগঞ্জ শহরের সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে দুই হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার আন্দোলনকারী আহত হয়েছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার জনতার দাবি অনুযায়ী এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। গণহত্যাকারীদের বিচার কাজেও ধীর গতি পরিলক্ষিত হচ্ছে। বক্তাগণ আবদুল হামিদের দেশ ছাড়ার পেছনে উপরের মহলের কারা জড়িত রয়েছেন, তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আবার রাজপথে নামবেন বলে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য ৭ মে বুধবার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি বিমানে ব্যাংকক গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোটবোন শেখ রেহানা ও আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় গত ১৪ জানুয়ারি বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। ফলে আবদুল হামিদের থাইল্যান্ড গমনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠলে কিশোরগঞ্জর পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে পুলিশ সদর দপ্তর প্রত্যাহার করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনের এক অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার এসআই আজহারুল ইসলাম ও এক এসবি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটি করেছিলেন সদর উপজেলার উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে গত ৪ আগস্ট মিছিলে গুলিতে আহত বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজহারুল (২৭)।
এ মামলায় শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ কয়েকজন এমপি ও অন্যান্য জনপ্রতিনিধির নামও রয়েছে।