# মিলাদ হোসেন অপু :-
দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভৈরব পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের একটি পার্কে আগামী ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির ঘোষিত জনসভা সফল করতে আয়োজিত জেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীনকে সভাপতি ও সাবেক ভিপি মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা কমিটিকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন করেন, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। সভা শেষে অনুমোদন বিজ্ঞপ্তিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত থেকে বুঝে নেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ভিপি সাইফুল ইসলাম।
এদিকে পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বাসিত ও আনন্দিত ভৈরব বিএনপির নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা জ্ঞাপন করছেন দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ১০১ জনের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি রয়েছেন ১১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ৪ জন। সহ-সভাপতি হলেন, মো. নজরুল ইসলাম সরকার, হাজী মো. জিল্লুর রহমান, মো. আক্তারুজ্জামান, মো. জসিম উদ্দিন, কবিল আহমেদ বকশি, মো. আসলাম মোল্লা, মো. জোসেফ খান, হাজী মো. সোলায়মান সরকার, মো. বদরুজ্জামান বাচ্চু ও মো. মনজিল মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, মাসুদুর রহমান লিটন মোল্লা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মো. মাজহারুল ইসলাম রিপন, মো. সেলিম রেজা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. জাকারিয়া ফারুক ও হাজী জাহেদুল হক জাবেদ। বাকী ৩৫ জন বিভিন্ন পদে রয়েছে ও সাধারণ সদস্য রয়েছেন ৪৭ জন।
এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন বলেন, বিগত দিনের স্বৈরাচারী সরকার আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করেছে। নেতাকর্মীদের এক টেবিলে বসার সুযোগ দেয়নি তারা। ঐক্যবদ্ধ হতে গেলে হামলা মামলার শিকার হয়েছি। বর্তমানে দেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আমি অনেক আনন্দিত। আমার কমিটির সকল নেতাকর্মীদের নিয়ে বিগত দিনের ফ্যাসিস্ট সরকারে যে কোন ষড়যন্ত্রের জবাব দিতে রাজপথে প্রস্তুত থাকবো।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি হওয়া প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আড়াই বছর আগে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। বিগত দিনের স্বৈরাচার সরকারের মিথ্যা বানোয়াট মামলা হয়রানির জন্য কমিটি করতে বিলম্ব হয়েছে। আজ দেশের গণতন্ত্র ফিরতে শুরু করেছে। আসন্ন নির্বাচন ও বিগত দিনের স্বৈরচারী সরকারের ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যের বিকল্প নেই। দলীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ রাখতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।