• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

ভৈরবে ছিনতাইকারীর কবলে সর্বহারা ৫ দিন মজুর

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর কবলে সর্বহারা ৫ দিনমজুর। আজ ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় চিহ্নিত ছিনতাই এলাকা পুরাতন রেল ব্রিজের উপর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সর্বহারা দিনমজুররা হলেন, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বাসিন্দা হাবিবুর রহমান এর ছেলে জাকির মিয়া, একই এলাকার আক্তার মিয়ার ছেলে আতাব উদ্দিন, আলকাছ মিয়ার ছেলে আলামিন মিয়া, রজব আলির ছেলে নাজমুল হোসেন, উছমান আলির ছেলে আকাশ মিয়া।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, বেশ কয়েকদিন যাবত তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় দিনমজুরের কাজ করছে। সপ্তাহ শেষে মজুরির টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে আশুগঞ্জ হয়ে পারাপার দিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নামে। ব্রিজের নিচে দিয়ে পুরাতন হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু উপরে উঠা মাত্র তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে। এসময় তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী আল আমিন বলেন, আমরা দিনভর পরিশ্রম করে মজুরি পায়। খেয়ে না খেয়ে পরিবারের জন্য টাকা জমিয়েছি। আমরা লঞ্চ যুগে বাড়ি যেতে এই পথে যাচ্ছিলাম। হঠাৎ তিন ছিনতাইকারী আমাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে গেছে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের সব নিয়ে নিয়েছে। আমরা এখন কীভাবে বাড়ি যাবো। এসব কথা বলতে গিয়ে কান্নায় জর্জড়িত হয়ে বলেন আমাদের বেশ কয়েকদিন পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করতে হবে।
এ বিষয়ে ভৈরব শহর ফাঁড়ির এটিএসআই সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে শুনেছি রেল সেতুর উপর ছিনতাই হয়েছে। জানার পর থেকেই আমি অভিযানে নেমেছি। দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারী শনাক্ত করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, যে কোন ঘটনার অভিযোগ পেলে কাজ করতে সহজ হয়। অভিযোগ না পেলে আমরা দায়িত্বশীল জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *