• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি দ্বীন ইসলাম ট্রান্সপোর্ট সংলগ্ন জেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধন শেষে মেলা মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানা পুলিশ পরিদর্শক মো. শাহীন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, গণ অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, শরিফুল জয় ও আরাফাত হোসেন প্রমুখ।
মেলায় অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেলার মাঠ ঘুরে মেলার সৌন্দর্য অবলোকনসহ দোকানীদের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, ভৈরবে সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ মেলাটি উদ্বোধন করা হয়েছে। মেলায় ভৈরবের স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজেদের পণ্য ভৈরবসহ আশপাশের জেলা উপজেলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। মেলাটি সফল হলে দেশের অর্থনীতিতেও অংশিদার হবে। মেলাটির সুরক্ষার জন্য আনসার, গ্রাম পুলিশসহ প্রশাসনের টহলটিম রয়েছে। মেলায় শিশুদের জন্য বিনোদন ব্যবস্থা রয়েছে। মেলাটি ঘিরে স্থানীয় নারী উদ্যোক্তা ও কৃষি উদ্ভাবনের উপর বেশি জোর দেয়া হচ্ছে। মেলাটি বর্তমানে দেশে অর্থনীতির স্থবিরতা কেটে উঠতে বিরাট ভূমিকা রাখবে। তাই বাণিজ্যে মেলার গুরুত্ব অপরিসীম। মেলাটিকে ঢাকার আদলে সাজানো হয়েছে।
এদিকে মেলা ঘুরে দেখা যায় মেলায় ৫০টি স্টল রয়েছে। প্রয়োজনে স্টল বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। শিশুদের জন্য ৯টি রাইডসহ বিনোদন ও সব বয়সীদের জন্য রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। এছাড়াও আকর্ষণীয় কিছু কার্যক্রম গ্রহণ করেছে মেলা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *