# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো। ভৈরব কুলিয়ারচরের মানুষের দুঃখ কষ্টের লাগব করাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ২৪ জানুয়ারি শুক্রবার আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের ঝলক।
বিদ্যালয়ের শিক্ষক ফখরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহিদুর রহমান পলাশ, পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হাজী মোশাররফ হোসেন মোছা মিয়া, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্রী নাদিয়া বিনতে শামিম বক্তব্য রাখেন। আলোচনা সভার পর অনুষ্ঠানের প্রধান অতিথি শরীফুল আলম বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।