# মো. রিয়াদ হোসেন :-
২৩ জানুয়ারি বৃহস্পতিবার তারুণ্য উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু ছিলো ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
চূড়ান্ত পর্বে বিজয়ী হয় জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। বিতর্কে অংশগ্রহণ করে রূপা আক্তার, আব্দুর রাহিম ও তামান্না আক্তার। শ্রেষ্ঠ বক্তার পুরস্কারটি অর্জন করে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাহিম।
এর আগে জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজকে পরাজিত করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে।