# উজ্জ্বল কুমার সরকার :-
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে সহস্রাধিক শীতার্তকে কম্বল উপহার দিয়েছে বিএনপি। সোমবার দুপুরে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক স্পেশাল পিপি এডভোকেট এ. কে. এম মুনজুরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু, আ ফ ম জহির উদ্দিন, ফরিদ আহমেদ, সেলিম আহমেদ সবুজ, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল
আলম, জিয়া উদ্দিন জিয়া, আসাদুজ্জামান ভূঁইয়া, যুবদল সৌদি পশ্চিমাঞ্চল শাখার সভাপতি আজহার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, মো. রিপন প্রমুখ।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্রদের জন্য কম্বল উপহার দেওয়া হয়েছে। শীতে কেউ যেন কষ্ট না পায়, সেজন্য উপজেলার সবকটি এলাকায় কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।কম্বল বিতরণ শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য দোয়া করা হয়।