# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবের রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিআরএপি এর আওতায় আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় ভৈরব পৌরসভা কার্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। সেমিনারে ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, ট্র্যাফিক ইন্সপেক্টর দেবব্রত কর, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, সহ-লাইসেন্স পরিদর্শক মো. তুহিনুর রহমান প্রমুখ। সেমিনারের সার্বিক সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন পৌরসভা লাইসেন্স ইন্সপেক্টর আক্তারুজ্জামান। আলোচনা সভায় বক্তার বলেন, রিকশা ও ইজিবাইক চালকরা বেশির ভাগই গরিব ও অসহায় পরিবারের সদস্য। জীবিকা তাগিদে রিকশা ও ইজিবাইক নিয়ে বের হয়। এতে দেখা যায় বেশিরভাগ চালকই প্রশিক্ষণ প্রাপ্ত না। অনেক চালক রয়েছে আচরণগত সমস্যা। ট্র্যাফিক নিয়ম ও আইন কানুনের তোয়াক্কা না করেই সড়কে যান চালায়। এ ছাড়াও কিছু চালক রাত বিরাতে ছিনতাইকারীর কবলে পড়ে। কেউ কেউ এই অপকর্মের সাথে জড়িত থাকে। এসময় বক্তারা রিকশা ও ইজিবাইক চালকদের লুকিং গ্লাস ব্যবহার, শিষ্টাচার, যাত্রী ও পথচারীদের সাথে ভদ্র আচরণ, গাড়ি চালানোর সময় ধূমপান না করাসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় আলোচনা করেন। রাস্তায় গাড়ি চালানোর নিয়ম, ট্র্যাফিক সিগন্যাল মান্য করা, ইউটানসহ বিভিন্ন পয়েন্টে গতিনিয়ন্ত্রণ কর গাড়ি চালাতে বলেন বক্তারা। এছাড়াও অবৈধ মালামাল বহন, রাতের বেলা গাড়ি চালানোর সতর্কতা, ট্র্যাফিক সিগন্যাল অমান্য না করা, পৌর ট্র্যাফিক পুলিশসহ ও অন্যান্যদের সাথে অসদাচরণ না করা এবং অন্যান্য যেকোনো অপরাধে জড়িত শাস্তির আওতায় আসতে হবে বলেন প্রশিক্ষণার্থীদের অবগত করেন। সড়কে যান চালাতে গেলে পৌরসভা থেকে মালিক ও চালকগণের লাইসেন্স গ্রহণ সংক্রান্ত বিধান বিষয়ে আলোচনা করা হয়। সব শেষে দুর্ঘটনা রোধ ও দক্ষতা বৃদ্ধির জন্য ট্র্যাফিক আইন মেনে যান চলাচলে সতর্কতা অবলম্বন করতে দিক নির্দেশনা দেন আলোচকগণ। আলোচনা সভায় চালকরা তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা করেন।