• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

হোসেনপুরে ব্যাপক দর্শক সমাগমে শেষ হলো ফাইনাল খেলা

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চৌদার একতা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের পিতা মরহুম রহমত আলী নায়েব স্মরণে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহা আয়োজন ও আলোক সজ্জায় যেন গ্যালাক্সি, এই প্রথম কোন খেলায় উপজেলার গ্রামাঞ্চলে রেকর্ড পরিমান দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাস।
১৭ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। খেলায় সিদলা যুব সংসদ বনাম ধুলিহর জুনিয়র স্পোর্টিং ক্লাব দুটি দল মোকাবেলা করে। ৫০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে ১-০ গোলে বিজয়ী হোন সিদলা যুব সংসদ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
উদ্বোধক ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি.এস শরীফ, জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এবং কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি।
আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায়, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *