• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

জমজমাট ঘোড়দৌড়ে প্রথম হলো চাঁপাইয়ের মেয়ে দীঘি

সবার সামনে দৌড়াচ্ছে দীঘির ঘোড়া -পূর্বকণ্ঠ

জমজমাট ঘোড়দৌড়ে প্রথম
হলো চাঁপাইয়ের মেয়ে দীঘি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে হয়ে গেল জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে বড় ঘোড়া ক্যাটাগরিতে প্রথম হয়ে সবাইকে চমকে দিয়েছে চাঁপাই নবাবগঞ্জের মেয়ে দীঘি। মাত্র ৭ বছর বয়সে সাবলিলভাবে ঘোড়ার পিঠে চড়ে যেন বিদ্যুৎ গতিতে গন্তব্যরেখা স্পর্শ করে হাজার হাজার দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। প্রথম পুরস্কার হিসেবে পেয়ে গেছে একটি ফ্রিজ। কয়েকজন দীঘিকে নগদ টাকাও উপহার দিয়েছেন। দীঘির বড়বোন সোনিয়াও একজন দক্ষ ঘোড়সাওয়ার।
রোববার বিকালে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চৈতারভিটা এলাকায় বিশাল খোলা ফসলি মাঠে অষ্টঘড়িয়া গ্রামবাসীর ব্যানারে আয়োজন করা হয় নবম ঘোড়দৌড় প্রতিযোগিতার। কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার ঘোড়ার মালিকদের সাথে সমন্বয় সাধন করেন বাংলাদেশ ঘোড়দৌড় সমিতির সভাপতি পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুর রহমান। প্রতিযোগিতায় প্রায় অর্ধশত ঘোড়া অংশ নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
টাঙ্গাইলের সখিপুরের আবুল হোসেন প্রতিযোগিতায় অংশ নেন তিনটি ঘোড়া নিয়ে। তাঁরই একটি ঘোড়ার সাওয়ার ছিল ছোট্ট দীঘি। এছাড়া বগুড়ার সাতমাথার পরিতোষ রায় এবং আরিফুল ইসলাম পিকআপে করে আজ সকালে এসেছেন দুটি ঘোড়া নিয়ে। এদের সবার ঘোড়াই ভারত থেকে কিনেছেন সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা করে। আবার ময়মনসিংহের ভালুকা থেকে লাভলু এসেছে দুটি ঘোড়া নিয়ে। এরা দেশের বিভিন্ন জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বলে জানিয়েছেন।
বিশাল মাঠের চার পাশে হাজার হাজার নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষ উপভোগ করেন ঘোড়দৌড় প্রতিযোগিতা। বড়, মধ্যম ও ছোট ঘোড়া ক্যাটাগরি। প্রতিযোগিতা হয় তিন ক্যাটাগরিতে। বড় ক্যাটাগরিতে প্রথম হয়েছে দীঘি, দ্বিতীয় হয়েছে আবুল হোসেনেরই অপর একটি ঘোড়া, আর তৃতীয় হয়েছে লাভলুর ঘোড়া। মধ্যম ক্যাটাগরিতে প্রথম হয়েছে রাজিব, দ্বিতীয় হয়েছে আমির উদ্দিন ও তৃতীয় হয়েছে আব্দুল হান্নান। আর ছোট ঘোড়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সম্রাট, দ্বিতীয় হয়েছেন মানিক ও তৃতীয় হয়েছেন রাজা বাবু। বিজয়ীদেরকে ফ্রিজ, এলএডি টিভি, মোবাইল ফোন, বাইসাইকেল, ব্ল্যান্ডার ও রাইস কুকার উপহার দেওয়া হয়েছে।
এলাকার সমাজসেবী হাজী মো. কাঞ্চনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আচমিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন উদ্বোধক দুবাই প্রবাসী কাউছার আহম্মেদ, রফিকুল ইসলাম প্রমুখ। আয়োজকরা প্রতি বছর এভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে ঘোষণা এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *