# মোস্তফা কামাল :-
ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি পড়তে চললো। শীত মৌসুমের কাঁটা এখন মধ্য গগণে। আর এই প্রচণ্ড শীতে হিমশীতল কাদাপানির জমিতে নেমে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার সঙ্কট নিয়ে কৃষকরা দিশেহারা বলে জানালেন। তবে বেশি দাম দিলে কিছু কিছু পাওয়া যাচ্ছে। আবার এই সুযোগে বিএডিসির বস্তায় ভরে ভেজাল সার বিক্রিরও সুযোগ নিচ্ছে কেউ কেউ। ২৮ ডিসেম্বর শনিবার হাওর উপজেলা ইটনার বরিবাড়ি ইউনিয়নের ডিপপুর হাওর আর করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজু হাওরে গিয়ে এমন চিত্রই পাওয়া গেছে।
হাওরে গিয়ে দেখা গেছে, কেউ জমিতে অগভীর নলকূপে সেচ দিচ্ছেন, কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ জমিতে কলের লাঙ্গলে চাষ দিচ্ছেন, আবার অনেকেই সারিবদ্ধভাবে জমিতে চারা রোপন করছেন। বরিবাড়ি এলাকার কৃষক আকাশ চন্দ্র দে জানালেন, তাঁরা এলাকায় ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার পাচ্ছেন না। না পেয়ে ভৈরব থেকে বিএডিসির ৫০ কেজির একটি বস্তা এনেছেন দেড় হাজার টাকায়। কিন্তু কৃষক জমিতে নিয়ে খুলে পটাশ সারের সাথে মেশানোর সময় দেখছেন ভেজাল ডিএপি। বিএডিসির পুরনো বস্তায় ভেজাল সার ভর্তি করে মেশিনে সেলাই করে বাজারে বিক্রি করা হচ্ছে বলে কৃষকদের অভিযোগ। ডিএপি সার পটাশ সারের সাথে মিশিয়ে জমি চাষ করে মই দেওয়ার পর চারা রোপনের আগে ছিটাতে হয়। আবার করিমগঞ্জের চামড়া নৌবন্দরে দেখা হয় ইটনার চৌগাঙ্গা এলাকার তিন কৃষক আব্দুল হান্নান, আরজু মিয়া ও ফাইজুল ইসলামের সাথে। তাঁরা জানান, চৌগাঙ্গা এলাকায় ইউরিয়া, ডিএপি, পটাশ সার পাওয়া যাচ্ছে না। গোপনে মজুদ করে রাখা হয়েছে। তবে বাড়তি দাম দিলে পাওয়া যাচ্ছে। যে কারণে তাঁরা গিয়েছিলেন ইটনার বরিবাড়ি এলাকায় সার সংগ্রহ করতে। না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। তাঁরা বোরো আবাদ নিয়ে উদ্বিগ্ন বলে জানালেন।
এ ব্যাপারে ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা জানিয়েছেন, সরকার সম্প্রতি চায়না থেকে ডিএপি সার আমদানি করেছে। এসব সার কালো রঙের হয়। তবে চায়নার সার বিএডিসির বস্তায় বিক্রি হবার কথা নয়। ফলে তিনি বিষয়টি অনুসন্ধান করে দেখবেন বলে জানিয়েছেন।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএপি সার কৃষক পর্যায়ে ৫০ কেজির বস্তা ১ হাজার ৫০ টাকায় বিক্রি করার নিময়। তবে কেউ যদি বিএডিসির বস্তায় ভেজাল সার বিক্রি করে থাকে, সেটি অনুসন্ধান করে দেখা হবে। তিনি বলেন, ডিএপি সার জেলায় আসতে বিলম্ব হয়েছে। কেবল শনিবার এসেছে। সেই সুযোগে যদি কেউ ভেজাল ডিএপি সার বিক্রি করে থাকেন, এর প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইটনার চৌগাঙ্গা এলাকার সার সঙ্কট নিয়েও তিনি খোঁজ নেবেন বলে জানালেন।
তবে নানা রকম সঙ্কটের পরও হাওরের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো আবাদে। হাওরে মূলত বোরো ধানই প্রধান ফসল। ইটনা, অষ্টগ্রাম ও নিকলীতে অল্প কিছু জমিতে আমান আবাদ করা যায়। এছাড়া বিস্তীর্ণ হাওরে প্রায় ৬ মাস পানি থাকে বলে কেবল বোরো ধান ছাড়া আর কোন ধান আবাদ করা যায় না। বোরো ধানের ওপরই সারা বছরের খোরাকসহ সংসারের যাবতীয় খরচ চলে।
ইটনার বরিবাড়ি এলাকার কৃষক সুজিত সরকার এবার ডিপপুর হাওরে ২০ একর জমিতে হাইব্রিড হীরা-২ ধানের আবাদ করছেন। ১৫ জন শ্রমিক লাগিয়েছেন দৈনিক ৭০০ টাকা মজুরিতে। আগাম বন্যা না হলে প্রতি একরে ১০০ মণ ধান পাবেন বলে আশা করছেন। নারায়ণ দে তাঁর এক একর ৬০ শতাংশ জমি কবিরুলের নেতৃত্বে ১০ জন শ্রমিককে চুক্তি দিয়েছেন। কবিরুলরা সাড়ে ৮ হাজার টাকায় চারা রোপন করে দিচ্ছেন।
অন্যদিকে করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের গেরাজু হাওরে জালাল উদ্দিনের এক একর জমিতে হীরা-২ ধানের চারা রোপন করছেন আব্দুর রহমান, দেলোয়ার ও শাহীনসহ ১১ জন শ্রমিক। দৈনিক মজুরি ৭০০ টাকা করে। তাঁরা পুরো মৌসুমে মানুষের জমিতে চারা রোপন করে সংসার চালান। তবে এই দুর্মূল্যের বাজারের এই টাকায় পোষায় না বলে শ্রমিকরা জানালেন। একই হাওরে করিমগঞ্জের চামড়া বন্দর এলাকার কৃষক হারুন মিয়া এক একর জমিতে ব্রিধান-২৯ জাতের চারা রোপন করছেন। তিনি জানান, ধান কাটার মৌসুমের শুরুর দিকে তাঁদের লোকসান দিয়ে ধান বিক্রি করতে হয়। ভাল মানের ধান হলেও ৮০০ টাকা মণ দরের বেশি পাইকাররা দিতে চান না। তবে কয়েক মাস যাবার পর ধানের দাম ভাল পাওয়া যায়। কিন্তু সেসময় আবার ছোট কৃষকদের গোলায় ধান থাকে না।
ইটনার ডিপপুর হাওরে কিছু শ্রমিককে দেখা গেছে বীজতলা থেকে চারা তুলছেন। এসব চারাই জমিতে রোপন করা হবে। সুজিত সরকারের বীজতলা থেকে চারা তুলছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শ্রমিক ফজলুল ইসলামসহ কয়েকজন শ্রমিক। ফজলুল ইসলাম জানান, তাঁরা ঈশ্বরগঞ্জ থেকে ১৫ জন শ্রমিক এসেছেন। বিভিন্ন মালিকের বীজতলা থেকে তাঁরা চারা তুলছেন। চুক্তিতে ৬০০ টাকায় প্রতি কাঠার (১০ শতাংশ) চারা তুলে দিচ্ছেন। কিন্তু এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এই টাকায় পোষায় না বলে তিনি জানালেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ১৩ উপজেলায় বিভিন্ন জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৮ হাজার ১০০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৯১২ মেট্রিকটন চাল।