• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে পুকুরে ডুবে অজ্ঞাত যুবতীর মৃত্যু অহিদ মিয়াকে সভাপতি ও হোসেন আলীকে সাধারণ সম্পাদক করে ভৈরব জ্বালানী তৈল পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে চার লাখ টাকা আদায় বাসদ (মার্ক্সবাদী) প্রতিষ্ঠা ও রুশ বিপ্লব বার্ষিকীতে র‌্যালি আলোচনা সভা গণঅধিকার পরিষদ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা জেন্ডার সমতা ও জলবায়ু জোট কমিটির সভা হোসেনপুরে বিপ্লব ও সংহতি দিবসে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি ভৈরবে ১ হাজার ৮০০ ইয়াবাসহ দুই নারী আটক সৌদি পাঠানোর নামে সাড়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে প্রবাসীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে ভৈরব বাজার কাঠপট্টি এলাকায় হাজী মধু মিয়ার চানাচুর ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মুছা ভূইয়া বলেন, রাত সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। রাতে ফ্যাক্টরির কর্মচারীরা কাজ করছিল। হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে। তারপরও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সঠিক ক্ষয়ক্ষতি বিষয়টি বলা যাবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সাবেক কমিশনার আফজাল ভূইয়া বলেন, রাতে হঠাৎ আগুনের তাপ অনুভব করি। দৌঁড়ে গিয়ে দেখি মানুষের চেঁচামেচি। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্যাক্টরি মালিকের কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল।
কারখানাটির পরিচালক শাহবুদ্দিন মিয়া বলেন, আমরা পথে বসে গেলাম। আমাদের প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেলো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতের বেলায় ফ্যাক্টরীতে আসি। গ্রাহকদের অর্ডারে তৈরী চানাচুর ছিল প্রায় ৫০০ বস্তা। ১৫ লক্ষ টাকার তেলের ড্রামগুলো ধ্বংস হয়ে গেলো। আমি এই ক্ষতিতে পুঁজির সংকটে পড়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *