• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

ঋণের প্রলোভন দেখিয়ে জনগণের টাকা নিতেন ভুয়া দুই এনজিও কর্মী

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ভুয়া দুই এনজিও কর্মীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গুপ্তরগাতী গ্রামের আ. রাজ্জাকের ছেলে মুরাদ মিয়া (৩৮) ও একই থানার ঝকার গ্রামের নজরুল ইসলামের ছেলে সোয়েব মোল্লা (২৭)।
৯ ডিসেম্বর সোমবার দুপুর ৩টার দিকে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের মৃধা বাড়ি সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হোসেনপুর পৌর এলাকার বাসিন্দা মুন্নী আক্তার হোসেনপুর থানায় এজাহার নামীয় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি এ দু’জন সহ ৪ জনের নাম উল্লেখ করেন। তারা হলেন, একই এলাকার আবু বক্কর মুন্সির ছেলে হাবিব মুন্সি (৪৫) ও মৃত ওয়াসেদ শেখ এর ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল (৪৮) ছাড়া ও ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি কৃষি ফাউন্ডেশন নামে ভুয়া এনজিও-র কথা বলে পাশ বহির মাধ্যমে সহজ সরল মনা লোকদের কাছ থেকে নীল রং এর পাশ বহি ইস্যু করে এতে প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে ১১৮/৫, দিলকোশা বাণিজ্যিক এলাকা-১০০০ লিখা রয়েছে। এরই শাখা অফিস হিসেবে হোসেনপুর মহিলা কলেজের পাশে জনৈক মো. মহরম আলীর বিল্ডিং ভাড়া নিয়ে সহজ সরল মনা লোকদের কাছ থেকে টাকা আত্মসাৎ ও প্রতারণা করে সুকৌশলে পালিয়ে যায়।
হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, তারা পুলিশের কাছে প্রতারণার দায় স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছেন। স্থানীয়দের অভিযোগ কৃষি ফাউন্ডেশন নামে ভুয়া এনজিও কথা বলে ৫০ হাজার টাকা জমা দিলেই কম সুদে ৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। এভাবে প্রতারণা করে এ এলাকার হাওয়া আক্তারের কাছ থেকে ৩২ হাজার টাকা, রেহেনা আক্তারের কাছ থেকে ৩২ হাজার টাকা, তাসলিমা আক্তারের কাছ থেকে ১১ হাজার টাকা এরকম আরোও অনেক গ্রাহকের কাছ থেকে ৫০-৭০ লাখ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক চক্রটি।
৯ ডিসেম্বর সোমবার এভাবেই পৌর এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিতে আসলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটককৃতদের নামে প্রতারণা মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে তাদের কারাগারে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *