# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে বোরো ধানের বীজ বিতরণে বিপুল অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘুষের বিনিময়ে বিভিন্ন উপজেলায় বীজ বিতরণে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘুষ নিয়ে কোন কোন উপজেলায় প্রয়োজনীয় বীজের জাত চাহিদার তুলনায় বেশি দেওয়া হয়েছে। অন্যদিকে ঘুষ না দেওয়ায় কোন কোন উপজেলায় প্রয়োজনীয় জাত এক গ্রামও বরাদ্দ দেওয়া হয়নি বলে জানা গেছে। এসব অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের বিএডিসির (বীজ) উপ-পরিচালক একেএম মনিরুজ্জামানের বিরুদ্ধে।
জেলা বিএডিসি বীজ ডিলার সমিতির সভাপতি সামিউল হক ভূঁইয়া জানিয়েছেন, জেলায় বিএডিসির ডিলার আছেন ২৬৯ জন। গত ৪ ডিসেম্বর বুধবার শহরের নিউটাউন এলাকার বিএডিসি অফিসে গেলে উপ-সহকারী পরিচালক ফাতেমা নাসরিন জানান, এবার বিভিন্ন জাতের বীজের নীট প্রাপ্তি ৩ হাজার ২৩ মেট্রিক টন ৪৫০ কেজি। বিক্রি হয়েছে এক হাজার ৪৭৮ মেট্রিক টন ৫৬০ কেজি। আর স্থিতি আছে এক হাজার ৫৪৪ মেট্রিক টন ৮৯০ কেজি।
হাওর উপজেলা ইটনায় বিএডিসির ডিলার আছেন ২৩ জন। এদের কয়েকজন জানিয়েছেন, জেলায় সর্বাধিক বোরো জমি রয়েছে ইটনায়, ২৭ হাজার ৪০০ হেক্টর। ইটনায় ধানের উৎপাদন বেশি, ফলনের হারও বেশি, ধানের গুণগত মানও ভাল হয়। আর হাওরে আগাম বন্যায় ধান বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে সেখানে আগাম জাতের ধানের চাষ বেশি করা হয়। এতদিন হাওরে আগাম জাতের ব্রিধান-২৮ আবাদ করা হতো। কিন্তু গত কয়েক বছর ধরে ধানের এক ধরনের ছত্রাকজনিত নেকব্লাস্ট রোগ দেখা দেওয়ায় হাওরের কোন উপজেলাতেই এবার এই বীজটি সরবরাহ করা হয়নি। এখন ব্রিধান-২৮ এর বিকল্প হিসেবে আগাম জাতের ব্রিধান-৮৮ আবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিলার সামিউল হক ভূঁইয়া।
ইটনার কোন ডিলারকেই আগাম জাতের ব্রিধান-৮৮ ভিত্তি বীজ এক গ্রামও বরাদ্দ দেওয়া হয়নি। এই বীজের ধানগুলো বীজ হিসেবে সংরক্ষণ করা হয়। অন্যদিকে টান উপজেলা পাকুন্দিয়ায় ধানের জমি কম, ফলন কম, গুণগত মানও ইটনার মত নয়। কিন্তু বরাদ্দপত্রে দেখা গেছে, পাকুন্দিয়ার ডিলারদের বরাদ্দ দেওয়া হয়েছে ভিত্তি বীজ ৪০ কেজি করে। ইটনায় প্রতি ডিলারকে আগাম জাতের মান ঘোষিত ব্রিধান-৮৮ বীজ বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৪০ কেজি। অন্যদিকে পাকুন্দিয়ায় কখনই বন্যা হয় না। সেখানে প্রতি ডিলারকে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭শ কেজি!
এদিকে পাকুন্দিয়ার নওশাদ নামে একজন ডিলারকে তিন লাইসেন্সের বিপরীতে ভিত্তি বীজ ব্রিধান-৮৮ দেওয়া হয়েছে ১২০ কেজির স্থলে ৫ হাজার কেজি (৫ টন)। এর জন্য এক লাখ ৪০ হাজার টাকা ঘুষের লেনদেন হয়েছে বলে অন্য ডিলাররা জানিয়েছেন। এ ধরনের বরাদ্দে হাওরের ডিলাররা যেমন ক্ষুব্ধ, আবার ডিলার নওশাদও ক্ষুব্ধ বলে জানা গেছে। কারণ, তিনি উপ-পরিচালক মনিরুজ্জামানকে ঘুষ দিয়েছিলেন এক লাখ ৪০ হাজার টাকা। এর জন্য তাকে দেওয়ার কথা ৪০ টন। দিয়েছেন মাত্র ৫ টন। পাকুন্দিয়ার অপর ডিলার এরফান মাস্টারকেও ঘুষের বিনিময়ে বরাদ্দপত্রে উল্লেখিত হিসাবের অতিরিক্ত বীজ দেওয়া হয়েছে বলে অন্য ডিলারদের অভিযোগ। আরও একাধিক ডিলারকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এরকম বাড়তি বীজ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে হাওর উপজেলা অষ্টগ্রামে প্রতি ডিলারকে ব্রিধান-৮৮ ভিত্তি বীজ বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০ কেজি। আর মান ঘোষিত ব্রিধান-৮৮ বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫ টন। এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে বলে ইটনার ডিলারগণ দাবি করেন। তাঁরা জানান, অষ্টগ্রামে জমির পরিমাণ ইটনার তুলনায় কম। অষ্টগ্রামের সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা এমনই, এসব বীজ নিয়ে এলাকায় যেতে তিনবার ব্রেক জার্নি করতে হয়। যে কারণে ডিলাররা এসব বরাদ্দের বীজ নেন না। তাঁরা মূলত পার্শ্ববর্তী হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রয়োজনীয় বীজ সংগ্রহ করে ফেলেন। তাতে পরিবহনের জটিলতা এবং খরচ কমে যায়। এর পরও অষ্টগ্রামের ডিলারদের এত বেশি পরিমাণ বীজ বরাদ্দ দেওয়ার কারণ হলো, তাঁরা এসব বীজ নেবেন না। পরবর্তীতে উপ-পরিচালক এসব বীজ ঘুষের বিনিময়ে অন্য ডিলারদের হাতে তুলে দিতে পারবেন।
হাওরের ডিলাররা চাহিদা অনুযায়ী বীজ না পাওয়ায় নওশাদ আর এরফান মাস্টারদের মত ডিলারদের এসব বীজ চোরাই পথে বাড়তি দামে চাহিদা সম্পন্ন উপজেলায় বিক্রি হবে বলে ডিলারদের আশঙ্কা। এখন হাওরে বেশি দেওয়া হয়েছে বিলম্বিত জাত ব্রিধান-২৯ ও ব্রিধান-৮৯। এগুলি ব্রিধান-৮৮ এর তুলনায় ২০ দিন বিলম্বে কাটা লাগে। যে কারণে এসব ধান আগাম বন্যার হুমকিতে থাকবে। অথচ ভিত্তি ও মান ঘোষিত ব্রিধান-৮৮ বীজ হাওরের জন্য বেশি দরকার ছিল। এখন ইটনার কৃষকদের বাধ্য হয়ে অন্য কোথাও থেকে বাড়তি দামে মান ঘোষিত ভিত্তি বীজ ব্রিধান-৮৮ জোগাড় করতে হবে।
ইটনায় আগাম ধান ব্রিধান-৮৮ জাতের চাহিদা আছে ৪৫ ভাগ। বিলম্বিত জাতের চাহিদা আছে ২৫ ভাগ। আর হাইব্রিড বীজের চাহিদা আছে ৩০ ভাগ। কিন্তু চাহিদাসম্পন্ন বীজ পরিমাণমত না পাওয়ায় এসব কম চাহিদার বীজ কম লাভে বিক্রি করতে হয়েছে। কোন কোন ডিলারের অনেক বীজ গুদামে পড়ে আছে। ব্রিধান-৮৮ জাতের বীজ গুদাম থেকে ৫৫ টাকা কেজি দরে কিনে কৃষক পর্যায়ে ৬১ টাকায় বিক্রি করার বিধান রয়েছে।
ডিলাররা আরও জানান, দেশের কোথাও ব্রিধান-৮৯ বীজের তেমন চাহিদা নেই। অথচ ৪ ডিসেম্বর বুধবারও বগুড়া থেকে এসব বীজ এনে গুদামজাত করতে দেখা গেছে। এই বীজ ডিলার পর্যায়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি করার কথা। কিন্তু এসব বীজ বিক্রি না হলে শেষ পর্যন্ত ‘অবীজ’ হিসেবে অনেক কম দামে বিক্রি করতে হবে। আর অবীজ বিক্রির সময়ও দামে নয়ছয় করার সুযোগ থাকে বলে ডিলাররা জানিয়েছেন। ব্রিধান-৮৮, ব্রিধান-৯২ ও ব্রিধান-২৯ জাতের চাহিদা বেশি। সেই কারণে এই তিন জাতের ধান কয়েকজন ডিলারকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বেশি পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অধিকাংশ ডিলারের অভিযোগ।
অন্যদিকে ইটনায় প্রত্যেক ডিলারকে বিলম্বিত জাত ব্রিধান-২৯ বীজ বরাদ্দ দেওয়া হয়েছে ৪ টন ৬৫০ কেজি করে। অথচ এত বীজ তাদের দরকার নেই। যে কারণে বাড়তি বীজ এখনও গুদমে পড়ে রয়েছে। এভাবে ত্রুটিপূর্ণ বরাদ্দ দিয়ে চাহিদা সম্পন্ন বহু বীজ ঘুষের বিনিময়ে অন্য ডিলারদের কাছে বিক্রি করা হয়েছে। আবার বহু বীজ এখন বিএডিসির গুদামে পড়ে আছে। এসব বীজই ‘অবীজ’ (চালের ধান) হিসেবে কম দামে বিক্রি করতে হবে। এতে একদিকে হাওরের ডিলার ও কৃষকরা বীজের ঘাটতিজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ১৩ উপজেলায় বিভিন্ন জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬৮ হাজার ১০০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৯১২ মেট্রিকটন চাল। এর মধ্যে হাওর উপজেলা ইটনায় এবার আবাদের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৪০০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা এক লাখ ২৮ হাজার ৫৮৪ মেট্রিকটন চাল। অন্যদিকে পাকুন্দিয়ায় আবাদের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৪০০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৮ হাজার ৯৪৩ মেট্রিকটন চাল। অপর হাওর উপজেলা অষ্টগ্রামে আবাদের লক্ষ্যমাত্রা ২৪ হাজার ১৭০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা এক লাখ ১১ হাজার ১৪৭ মেট্রিকটন চাল।
এই হিসাব থেকেই বোঝা যায়, বীজ বিতরণে কত বড় বৈষম্য আর অনিয়ম হয়েছে, যেটা খাদ্য চাহিদা পূরণের ক্ষেত্রে বড় রকমের আত্মঘাতি সিদ্ধান্ত। ইটনায় আগাম জাতের বীজ বরাদ্দ দেওয়া হয়েছে নগণ্য পরিমাণ। এখন বিলম্বিত জাত আবাদ করে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হলে এর দায় কে নেবে, প্রশ্ন ডিলারদের। এটা খাদ্য নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একটা বড় ধরনের হুমকি হয়ে থাকবে।
শুধু তাই নয়, বরাদ্দ পত্রে ডিলাদের বীজ বরাদ্দের যে হিসাবটি দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে বীজ এসেছে আরও অনেক বেশি। কারণ, প্রদর্শিত বরাদ্দপত্রের বীজে ঘুষ নেওয়ার সুযোগ থাকে না বলে বাকি বীজগুলো উপ-পরিচালক গুদামে মজুদ রাখেন ঘুষ নিয়ে পছন্দের ডিলারদের কাছে বিক্রির জন্য। এই অভিযোগ ডিলারদের। ঘুষের বিনিময়ে বাড়তি বীজ বরাদ্দ পাবার বিষয়ে কথা বলার জন্য পাকুন্দিয়ার ডিলার মো. নৌশাদকে মোবাইল ফোনে কল দিলে তিনি সংযোগ কেটে দেন। পাকুন্দিয়ার অপর ডিলার এরফান মাস্টারকে এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি পরে সাক্ষাতে বলবেন বলে জানান।
উপ-পরিচালক একেএম মনিরুজ্জামান ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত গুদাম রক্ষক শুব্রামনিয়াম বৈষ্ণব কয়েকজন ডিলারের কাছ থেকে টাকা নিয়েছেন বলে শুনেছি। যে কারণে তাকে পাকুন্দিয়ায় বদলি করা হয়েছে। তবে শুব্রামনিয়ামকে জিজ্ঞাসা করলে তিনি নিজে এবং অন্য কেউ টাকা লেনদেনের সঙ্গে জড়িত নন বলে জানান। এদিকে কয়েকজন ডিলার জানান, উপ-পরিচালক সরাসরি টাকা নেন না। শুব্রামনিয়ামের মাধ্যমেই নেন। কিন্তু ডিলাররা টাকা অনুযায়ী পরিমাণমত বীজ না পাওয়ার কারণে বাকবিতণ্ডা হওয়ায় বিষয়টি জানাজানি হয়ে যায়। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব আবুল কালাম আজদও জানতে পারেন। এসব কারণেই উপ-পরিচালক মনিরুজ্জামান নিজেকে বাঁচাতে শুব্রামনিয়ামকে বদলি করেছেন।
অন্যদিকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কিছু অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি জানান, ইটনার কয়েকজন ডিলার তার কাছে গিয়ে নালিশ করেছিলেন। পরে তিনি বীজের উপ-পচিালক মনিরুজ্জামানকে বলে কয়েকজনকে বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। তবে মনিরুজ্জামান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম হবে না বলে কথা দিয়েছেন, জানালেন আবুল কালাম আজাদ।