# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফি (১৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রাধিকা সড়কের ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। সে নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের সামছু মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কলেজ থেকে সহপাঠীদের নিয়ে উপজেলার রাধিকা সড়কে ঘুরতে গিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুমিল্লা নেয়ার পথি মধ্যে সে মৃত্যুবরণ করে। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।