• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

বাজিতপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে মামলায় দলীয় লোকজন আসামি

# মোহাম্মদ খলিলুর রহমান :-
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে কিশোরগঞ্জের বাজিতপুরে মামলার হিড়িক পড়ে। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাদ যাননি প্রবাসী, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা। ফলে প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। অনেকে কোন মামলার আসামি পর্যন্ত হয়নি।
এ পর্যন্ত হওয়া ১০টি মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা সম্পর্কে আসামিদের সিংহভাগ কিছুই জানেন না। বাদী চেনেন না আসামিকে, আসামিরাও চেনেন না বাদীকে। এমনও অভিযোগ উঠেছে, শত শত মানুষকে আসামি করে মামলা দিতে বাদীকে বাধ্য করা হয়েছে, কখনো দেখানো হয়েছে টাকার প্রলোভনও। পূর্বশত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। মামলায় কাদের আসামি করা হবে, সেক্ষেত্রে বাদীর কোনো নিয়ন্ত্রণ নেই; নিয়ন্ত্রণ থাকে অন্যদের হাতে।
এতে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বিভিন্ন ঘটনায় করা মামলা গুলোর যৌক্তিকতা নিয়ে নানা অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ফায়দা হাসিল ও ব্যক্তি আক্রোশের কারণে কাউকে কাউকে ফাঁসাতে এসব মামলায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে।
অনেক মামলার বাদীর অভিযোগ, তারা এমন এজাহার দেননি, এমনকি তারা জানেন না আসামি কারা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, আসামিও বাদীকে চেনেন না। কোনো কোনো মামলায় জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ উঠলেও মামলার বাদীরা এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বাজিতপুর থানা ও কিশোরগঞ্জ আদালতে হামলাগুলির ঘটনায় ১০টি মামলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ৪ আগস্টের ঘটনায় ২৭ অক্টোবরে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মো. বারকেল মিয়া উরফে মাইকেল মিয়ার করা একটি মামলা। সেখানে হত্যা ও বিস্ফোরক আইনে ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলার ১৭নং আসামি ফাইজুল মিয়া হুমাইপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি। ৪৫নং আসামি জুয়েল মিয়া হুমাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক।
৮নং আসামি শামছুল হক মেম্বার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাজিতপুর উপজেলা শাখার সদস্য ও হুমাইপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী ছিলেন। ৪৮নং আসামি তৌহিদ মিয়া হুমাইপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করায় ৪ নভেম্বর বাজিতপুর বাজারে তারা মানববন্ধন করে। মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ ৭ জন আহত হয়। এর প্রেক্ষিতে বাজিতপুর থানায় দুটি মামলা করা হয়। একটি মামলা করে আহত ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি ডা. সেলিম হায়দার। তিনি হুমাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খান হেলালকে ১ নম্বার আসামি করে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দেন। সাংবাদিক আবুল হোসেন ৭ জনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়।
হুমাইপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ধনু বলেন, আমার পরিবারের ১৪ জন সদস্য এই মামলার আসামি। আমাদের পরিবারকে দমিয়ে রাখার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। কৈলাগের বারকেল তার এলাকা রেখে হুমাইপুর ইউনিয়নের ২৩ জনকে আসামি করেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তাকে আমরা চিনিনা আমার বিশ্বাস সেও আমাদের চিনেনা। ২নং আসামি তার ভাই হুমাইপুর ইউনিয়ন ৯৯নং নামা গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক মাস্টার নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি কোন দিন কোন রাজনীতির সাথে জড়িত হয়নি।
মামলার ১নং আসামি অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাইয়ুম খান হেলাল বাদীকে টাকা দিয়ে আমাকে এই মামলার আসামি করেছে। আমার এলাকা রেখে ৪ আগস্ট আমি কেন বাজিতপুর যাব এই প্রশ্ন ছুড়ে দেন তিনি। তিনি বলেন ৬ আগস্ট আমার ইজারাকৃত জলমহালটি কাইয়ুম খান হেলাল জোরপূর্বক দখল নেন। আমি বাধা দিলে হামলা মামলার ভয় দেখান।
মামলার বাদী মো. বারকেল মিয়া বলেন, ’হেলাল খানের লোক আমাকে দিয়ে এই মামলাটি করিয়েছে। আমি কয়েক জনকে চিনি বাকি আসামিদের আমি চিনিনা। হেলাল খান সব জানে উনার সাথে যোগাযোগ করুন।’
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘মামলার কার্যক্রম তদন্তাধীন রয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলায় বর্ণিত ঘটনার সঠিক প্রমাণাদি পেলে তা তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *