# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কটিয়াদীর আয়োজনে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মো. আজহার মাহমুদ, উপ-সহকারী কৃষি অফিসার মো. মঈনুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ হাজার ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।