# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত উসমান, সদস্য সচিব আল আমিন ভূইয়া, শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা ফাতেমাতুজ জহুরা। এছাড়াও আহতদের মধ্যে বক্তব্য রাখেন রতন ভূইয়া, মোস্তাক আহমেদ রাব্বি, রাহাত খান, শাহ উসমান খায়রুল, সজিব হোসাইন, আমিনুল হক প্রমুখ।