# মুহাম্মদ কাইসার হামিদ :-
চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কুলিয়ারচর সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী উপজেলার উত্তর সালুয়া গ্রামের ইউনুছ সরদারের ছেলে ইফতি আব্দুল্লাহ’র মমতাময়ী মা মোছা. মিনারা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজিব, ফয়সাল আহমেদ তুহিন, আরাফাত রহমান জিহাদ, ইয়াছিন, মো. আরমান মিয়া, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, মোকাব্বির হোসেন, মো. আকিব, সাফায়াত ইসলাম সাজিম, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম ও মো. সবুজ মিয়া সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ ইফতি আব্দুল্লাহ’র মমতাময়ী মা মোছা. মিনারা খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
অনুষ্ঠানের শেষের দিকে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।