• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

ভৈরবে স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনায় অপহরণকারী নারী আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যালয় থেকে এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে এক নারী অপহরণকারীকে আটক করা হয়েছে। আজ ২৭ নভেম্বর বুধবার শহরের গাছতলাঘাট এলাকায় ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিশু শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার নূর (৭)। সে গাছতলাঘাট এলাকার হানিফ মিয়ার মেয়ে। অপহরণকারীর নারী শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার সোহেল মিয়া স্ত্রী হেনা বেগম (৪২)। এ তথ্য নিশ্চিত করেছেন, ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার নূরকে ক্লাসরুম থেকে অপহরণকারী হেনা বেগম বের হয়ে যাওয়ার সময় রিমা নামের শিক্ষিকার বিষয়টি চোখে পড়লে তাদের ডাক দেয়। পড়ে শিক্ষার্থী নূর দৌড়ে গিয়ে শিক্ষিকাকে বলে তার বাবা নাকি এক্সিডেন্ট করেছে। তখন অপহরণকারী হেনাকে শিক্ষিকা বিষয়টি জিজ্ঞেস করলে সে সেখান থেকে ছটকে পড়তে চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় হেনাকে বিদ্যালয়ের অফিসে কক্ষে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অপহরণকারী হেনাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শিক্ষার্থী নূর বলেন, আমি ক্লাসে বসে আর্ট করছিলাম। আমাকে ওই মহিলা এসে বলে আমার বাবা এক্সিডেন্ট করেছে। আমি উনার সাথে যাওয়ার সময় মিস আমাকে ডাক দিলে আমি রিমা মিসের কাছে চলে যায়। মিস আমাকে বলে বাবা এক্সিডেন্ট করেনি।
এ বিষয়ে বিদ্যালয় সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ভাগ্য ভালো একজন শিক্ষিকার নজর পড়েছিল। না হলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যেতো। ঘটনার পর পুলিশ এসে অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে শিশুটির বাবা হানিফ মিয়া ভৈরব থানায় অপহরণের চেষ্টার মামলা করেছেন। এ বিষয়ে তিনি বলেন, কেন আমার মেয়েকে অপহরণ করতে চেষ্টা করা হয়েছে আমার জানা নেয়। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবী করছি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন বলেন, শিশুটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *