# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা মতবিনিময় সভা করেছেন। ২৭ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল হক, উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক, সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, আমানিকের প্রধান উপদেষ্টা অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, প্রধান শিক্ষক জহির রায়হান, কাজী আছমা বেগম, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ সদস্য সচিব হুমায়ুন কবির, আমানিকের সদস্য হাফেজ কারিমুল্লাহ, মো. শফিকুল ইসলাম, ছাত্র শিবির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।