# নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে ইমাম ওমালাগণ বিক্ষোভ মিছিল করেছেন। আজ ২৭ নভেম্বর বুধবার জোহরের নামাজের পর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে আইনজীবী হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধ করার শ্লোগান দেওয়া হয়। মিছিলটি শহীদি মসজিদের সামনে ফিরে আসলে সেখানে বিভিন্ন বক্তা বক্তৃতা করেন।