# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদর থেকে করিমগঞ্জের গুনধর ইউনিয়নের মরিচখালি পর্যন্ত প্রস্তাবিত উড়াল সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সম্মিলিতভাবে মানববন্ধনটি করেছেন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির নেতারা। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত গুনধর ইউনিয়নের খয়রত মোড়ে ‘হাওর এলাকাবাসী’ ব্যানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। সম্প্রতি খবর প্রচারিত হয়েছে, এই উড়াল সড়কসহ বিগত সরকারের মন্ত্রী-এমপিদের সকল ‘ইচ্ছা পূরণের প্রকল্প’ বাতিল করা হবে। এ খবরের প্রেক্ষিতেই মানববন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, গুনধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তোফায়েল আহমেদ জাহেদ, গুনধর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি নজরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জুনায়েদ কবির, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, উর্দীগি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, গুনধর ইউনিয়ন স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি আবু সজিব প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রস্তাবিত উড়াল সড়টি কিশোরগঞ্জ তথা সারা দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এটি নির্মাণের পর পার্শ্ববর্তী হবিগঞ্জের সাথে সংযোগ স্থাপন করলে উত্তরবঙ্গ থেকে বৃহত্তর সিলেট অঞ্চলে যেতে অন্তত দেড়শ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এই উড়াল সড়কটি পণ্য পরিবহন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যসহ দেশের অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখতে পারে। কিন্তু একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকল্পটি আটকে দিতে চাইছে। অথচ এলাকাবাসী তাদের মূল্যবান জমি এই উড়াল সড়কের অধিগ্রহণের জন্য খুশি মনে দিতে প্রস্তুত রয়েছেন।
বক্তাগণ বলেন, এই এলাকার অনেকেরই হাওরে প্রচুর বোরো জমি রয়েছে। এমন কৃষক আছেন, এক পরিবারই প্রায় ৫ হাজার মণ ধান উৎপাদন করেন হাওরে। কিন্তু ধান কাটার সময় পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। বর্ষার পানির জন্য অপেক্ষায় থেকে অনেক সময় পানিতে ধান সহ খড় তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফসলের জন্যও এই উড়াল সড়কটি উপকারে আসবে। বক্তাগণ অবিলম্বে এই উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন থেকে করিমগঞ্জের গুনধর ইউনিয়নের মরিচখালি পর্যন্ত ১৫ দশমিক ৩১ কিলোমিটার দীর্ঘ ও ১৭ দশমিক ১৫ মিটার প্রস্থের চার লেনের একটি উড়াল সড়ক প্রকল্প গ্রহণ করেছিল বিগত সরকার। সেতু বিভাগের তত্ত্বাবধানে নির্মিতব্য এই প্রকল্পের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে যুগ্মসচিব প্রকৌশলী সারওয়ার মুর্শেদ চৌধুরীকে। তিনি এই প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছিলেন।
প্রকল্পটির নামকরণ করা হয়েছে ‘কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্প’। বুয়েটের শিক্ষক অধ্যাপক খান মাহমুদ আমানতের নেতৃত্বে বুয়েটের পরামর্শক প্রতিষ্ঠান ব্যুরো অব রিসার্চ, টেস্টিং এন্ড কনসাল্টেশন (বিআরটিসি)-এর ২০ জন বিশেষজ্ঞের একটি দল এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করেছে। এই দলে ছিলেন পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ এবং কাঠামো বিষয়ক বিশেষজ্ঞও। এটি গতবছর ১৭ জানুয়ারি একনেকের সভায় অনুমোদিত হয়েছে। এই প্রকল্পে কিশোরগঞ্জ সদর উপজেলার নাকভাঙ্গা মোড় থেকে মরিচখালি বাজার পর্যন্ত ১৬ দশমিক ৩ মিটার প্রশস্ত করে ১৩ দশমিক ৪০ কিলোমিটার রাস্তাও তৈরি করা হবে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ ৪৮ হাজার টাকা। এর মধ্যে অনুদান ধরা হয়েছে ২ হাজার ২৬০ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকা। আর ঋণ ধরা হয়েছে ৩ হাজার ৩৯০ কোটি ৬৮ লাখ ৯ হাজার টাকা। বাস্তবায়ন কাল ধরা হয়েছে গতবছর ১ মার্চ থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। উড়াল সড়কের জন্য অধিগ্রহণের জমির পরিমাণ ধরা হয়েছে ১৪৯ একর। এর জন্য প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৩২৮ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৩১ টাকা ২৬ পয়সা। জমি অধিগ্রহণ প্রক্রিয়াও চলমান ছিল বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
সম্ভাব্যতা যাচাই কমিটির প্রধান অধ্যাপক খান মাহমুদ আমানত জানিয়েছেন, ‘এই উড়াল সড়কের কারণে হাওরের প্রাকৃতিক পরিবেশের কোন ব্যাঘাত ঘটবে না। পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। আর এই উড়াল সড়কটি কেবল কিশোরগঞ্জের হাওরের প্রয়োজন মেটাবে না, এটি হবে আঞ্চলিক যোগাযোগ মাধ্যমের অংশ। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওরাঞ্চল নিয়ে যোগাযোগ ব্যবস্থাসহ সরকারের একটি বড় হাওর মাস্টার প্ল্যান ছিল। ফলে উড়াল সড়কটি এখন কেবল হাওরের তিন উপজেলার উপকার করবে মনে করা হলেও, শেষ পর্যন্ত এটি হাওর মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে’।