# মোহাম্মদ খলিলুর রহমান :-
দীর্ঘদিন পর বাজিতপুর শহরের পাক্কার মাথা মোড় হতে বাজিতপুর বাজার পর্যন্ত ৪ কিলোমিটার ছিলিমের কান্দি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এক সময়ের প্রবাহমান ঐতিহ্যবাহী ছিলিমের কান্দি খালে ময়লা-আবর্জনা আর কচুরিপানায় দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পরেছে পথচারীসহ যানবাহন চালকরা। দিন দিন নষ্ট হচ্ছে পরিবেশ। সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশা। পরে খালটি পরিষ্কার পরিচ্ছন্নতার যৌথ উদ্যোগ নেয় বাজিতপুর প্রশাসন ও পৌরসভা। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, বাজিতপুর পৌর-নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, বাজিতপুর পৌর সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার বাবুল মিয়া, বাজিতপুর পৌর উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস।
পৌর শহরের বাসিন্দা পারভেজ মিয়া বলেন, শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে ছিলিমের কান্দি খাল। ময়লা আবর্জনায় খালটি ভরাটের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। একই সঙ্গে দুর্গন্ধের মধ্যে চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা।
উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম বলেন, বাজিতপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ খাল এটি। জনসচেতনতা আর রক্ষণাবেক্ষণের অভাবে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। বাজিতপুর পৌরসভার সহযোগিতায় খালটিতে প্রবাহ ফিরিয়ে আনার অংশ হিসাবে আমরা পাক্কার মাথা মোড় হতে বাজিতপুর বাজার পর্যন্ত ৪ কিলোমিটার খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী হাতে নিয়েছি। যা চলবে আগামী ১৫ দিন ।
তিনি আরও বলেন, ’’আমরা এই কাজে পৌরবাসীর সহযোগিতা চাচ্ছি এবং পাশাপাশি তাদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এই খালের অবৈধ দখলও উদ্ধার করা হবে।’’