# নিজস্ব প্রতিবেদক :-
সেনা সদস্যরা একটি একনলা বন্দুকসহ জাতীয়তাবাদী যুবদল বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরকে ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে আটক করেছেন। তবে কোন গুলি পাওয়া যায়নি। তাকে ২০ নভেম্বর বুধবার বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. মুরাদ হোসেন। থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি। আবুল খায়েরকে হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়েছিল।