# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে ২০ বোতল বিদেশী মদ আর এক কেজি ৪০০ গ্রাম গাঁজা নিয়ে আটক হয়েছেন তিন যুবক। এরা হলেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার মাতাইন এলাকার মৃত কবির মিয়ার ছেলে আজিজুল হাকিম (২৩), একই উপজেলার নোয়াগাঁও পশ্চিম পাড়ার ইব্রাহিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমনগর এলাকার আলী হোসেনের ছেলে ইউসুফ মিয়া (৩৪)।
জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর বুধবার ভোর রাতে ডিবির এসআই মোবারক হোসেনের নেতৃত্বে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় ঢাকাগামী একটি বাস থামানো হয়। এরপর বাসের সাইড বক্স তল্লাশি করে এসব মাদক পাওয়া যায়। এসময় বাস থেকে নেমে পালানোর সময় ওই যুবকদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।