# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে চিহ্নিত ৪ ছিনতাইকারী আটক করেছে ভৈরব শহর ফাঁড়ি পুলিশ সদস্যরা। আজ ১৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. হাসমত উল্লাহ।
আটককৃতরা হলেন, জেলার বাজিতপুর উপজেলার শাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে সুজন (৩৩), পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে সজল (৩২), একই এলাকার মতিউর রহমানের ছেলে মোস্তাকিম (৩৩), ও মৃত হানিফ মিয়ার ছেলে সাব্বির (৩১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পৌর শহরের ঘোড়াকান্দা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে শহর ফাঁড়ির উপ পরিদর্শক এস আই মামুন ও এস আই সাইফুল ইসলামের সঙ্গীয় ফোর্স। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চিহ্নিত ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে ৮শ গ্রাম গাঁজা, ১ টি ডেগার, ২ টি কেচি ও১টি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, আটক চারজনই চিহ্নিত ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।