# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে গলা কেটে আল আমিন (১৫) নামে এক অটোচালক গলা কেটে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে এক যুবককে র্যাব গ্রেপ্তার করেছে। এই যুবক তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহীন মিয়া (২৩)। নিহত আল আমিনও তাড়াইলের ভেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। শাহীনকে ১৩ নভেম্বর বুধবার গভীর রাতে তার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার এসএসপি মো. আব্দুল হাই চৌধুরী। ১১ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ আল আমিনের হত-পা বাঁধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছিল।
র্যাব কর্মকর্তা জানিয়েছেন, আল আমিন ১০ নভেম্বর রোববার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিল। এদিন সন্ধ্যা ৬টায় তার বোন পিংকি আক্তার সর্বশেষ ফোন করলে আল আমিন যাত্রী নিয়ে নান্দাইলের সুনামগঞ্জ বাজারে আছে বলে জানিয়েছিল। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আল আমিন বাড়ি ফিরলেও এদিন না ফেরায় এবং ফোন বন্ধ পাওয়ায় শুরু হয় খোঁজাখুজি। পরদিন সোমবার সকাল ১০টার দিকে লোকমুখে পরিবার জানতে পারে, সদর উপজেলার পাঁচধা এলাকার ধানক্ষেতে একটি গলাকাটা কিশোরের লাশ পড়ে আছে। খবর পেয়ে আল আমিনের বড়ভাই আলমগীর হোসেন ও স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত করিয়েছে।
১২ নভেম্বর মঙ্গলবার বড়ভাই আলমগীর বাদী হয়ে আজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করলে র্যাব ছায়া তদন্তে নেমে শাহীন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা শাহীন স্বীকার করেছেন। অন্য সন্দেহভাজনদেরও গ্রেপ্তারেরর চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। শাহীনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।