• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

নবীনগরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে ১০ থেকে ১২টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করার অভিযোগ উঠেছে নবীনগর থানার পুলিশের বিরুদ্ধে।
এ বিষয় এ জানতে ১৩ নভেম্বর সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় গ্রামের অধিকাংশ পুরুষ লোক পালিয়ে বেড়াচ্ছেন গ্রেপ্তার আতংকে। প্রায় প্রতিটি বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর অবস্থায় মেঝেতে পরে আছে।
এ সময় অভিযুক্ত হালিম মিয়ার মাসহ কয়েকটি পরিবারের সাথে কথা বলে তারা জানান, গত ১০ নভেম্বর বিকেলে সিভিল পোশাকে নবীনগর থানার ওসিসহ কয়েকজন পুলিশ যান আব্দুল কাদির মিয়ার ছেলে আব্দুল হালিম’কে একটি মামলায় আটক করতে।
ওই সময় সিভিল পুলিশ সদস্যদের ডাকাত ভেবে গ্রামের মানুষজন পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়।
তারই ধারাবাহিকতায় রাতের আঁধারে শতাধিক পুলিশ সদস্যরা বাড়িতে গিয়ে হামলা লুটপাট ও ভাঙচুর করেছে বলে জানান ভূক্তভোগীরা।
এ সময় ভূক্তভোগীরা আরো জানান হালিম মিয়া কখনো ডাকাত ছিলো না সে মুরগীর ফার্ম ও পুকুরে মাছ চাষ ও কৃষি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। এলাকার কিছু মন্দ লোকের সহযোগিতায় ঘুষ বাণিজ্য করার জন্যে হালিম মিয়াকে আটক করে নিয়ে যেতে চেয়েছিলো পুলিশ। গ্রামবাসী চিনতে না পেরে তাদের উপর হামলা চালিয়েছে।
এছাড়াও তারা জানান, হালিম মিয়া আওয়ামী লীগের কর্মী ছিলো না। আওয়ামী লীগ আমলেও আমাদের উপর হামলা ও মামলা করা হতো। এখনো ভূয়া মামলাসহ পুলিশ হামলা চালানো হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সুস্থ তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
এ সময় উপস্থিত অনেকই জানান, শতাধিক পুলিশ সদস্যরা হামলা চালিয়ে লুটপাট করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যান।
এ ঘটনায় নবীনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *