• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

কিশোরগঞ্জে তৈরি হচ্ছে মুখরোচক খাবার শুটকি

নারী শ্রমিকরা শুটকির কাঁচা মাছ কুটে দিচ্ছেন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে তৈরি হচ্ছে
মুখরোচক খাবার শুটকি

# মোস্তফা কামাল :-
প্রাণীজ প্রোটিনের মধ্যে অনেকের কাছেই একটি জনপ্রিয় খাবার শুটকি। বিশেষ করে হাওর, নদী, খাল-বিল সমৃদ্ধ অঞ্চলের জনগোষ্ঠীর কাছে শুটকি যেন খাদ্য তালিকার এক অপরিহার্য অংশ। প্রধানত তিনভাবে শুটকি খাওয়া হয়। ভর্তা, বুনা আর সবজি দিয়ে তরকারি। এর বাইরে চ্যাপা দিয়ে কুমড়া পাতার বড়া আর চ্যাপার তৈরি পিঠাও একটি লোভনীয় খাবার।
বর্ষাকাল শেষে এখন কিশোরগঞ্জের সকল জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। ফলে এসব জলাশয়ে এখন মিঠা পানির প্রচুর মাছ ধরা পড়ছে। গ্রামীণ শুটকি ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে পুঁটি, টাকি, টেংরা, মেনি, পাবদা, চিকরাসহ বিভিন্ন প্রজাতির মাছ কিনে নিয়ে আসেন। জাত অনুযায়ী ১০০ থেকে ৩০০ টাকা কেজি দরে এসব মাছ কেনা হয়। এরপর নারী শ্রমিক লাগিয়ে এসব মাছ কুটে উন্মুক্ত আকাশের নিচে বিশাল বিশাল মাচার ওপর মাছগুলো ছড়িয়ে দিয়ে দু’তিন দিন শুকিয়ে তৈরি করা হয় শুটকি। এসব মাচাকে স্থানীয়ভাবে ‘ডাঙ্গি’ নামেও ডাকা হয়।
সম্প্রতি ইটনা উপজেলার চৌগাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে, শুটকি ব্যবসায়ী হারেছ মিয়া ও নাঈম মিয়া বাজার থেকে শুটকির জন্য প্রচুর পুঁটিসহ বিভিন্ন জাতের মাছ কিনে এনেছেন। মাছগুলো বাড়ির উঠোনে বসে নারী শ্রমিকরা কুটছেন। নারী শ্রমিক মনোয়ারা বেগম, হাবিয়া খাতুন ও স্বপ্না বেগম জানালেন, তাঁরা শুটকির মাছ কুটার ওপর কুলিয়ারচর থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। সংসারের কাজের পাশাপাশি প্রায় ১৫ বছর ধরে তাঁরা এ পেশায় আছেন। মাছের তেল আর কিছু কাঁচা মাছের বিনিময়ে এসব মাছ কুটে দেন। ১০ থেকে ২০ জন নারী শ্রমিক গোল করে বসে মাছ কুটতে শুরু করেন। এসব মাছ তরকারির মাছের মত এতটা পরিস্কার করে কুটতে হয় না। যে কারণে ২০ জনে দৈনিক অন্তত ৬০ মণ মাছ কুটে ফেলতে পারেন বলে জানালেন তাঁরা। এরপর সেগুলো উন্মুক্ত আকাশের নীচে বিশাল বিশাল মাচার ডাঙ্গির ওপর ছড়িয়ে দেয়া হবে। গ্রামের পাশেই রয়েছে নরসুন্দা নদী। নদীর ওপর বাঁশের খুঁটি আর জাল দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বিশাল ডাঙ্গি। এসব ডাঙ্গির ওপর কিছু শ্রমিককে মাছ শুকাতে দেখা গেছে।
ডাঙ্গি মালিক হারেছ মিয়া জানালেন, তিনি পুঁটি মাছসহ অন্যান্য মাছ জাত ভেদে ১০০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে কিনে আনেন। মাছগুলো কুটার পর ডাঙ্গির ওপর ছড়িয়ে দিয়ে দু’তিন দিন রোদে শুকিয়ে শুটকি করা হয়। এসব শুটকি আকার এবং প্রকারভেদে ৮ হাজার থেকে ৭০ হাজার টাকা মণ দরে আড়তে বিক্রি করেন। তিনি এক মৌসুমে ২৫০ মণ থেকে ৩০০ মণ শুটকি বিক্রি করতে পারেন। অপর ডাঙ্গি মালিক নাঈম জানালেন, তিনি প্রতি মৌসুমে অন্তত এক হাজার মণ শুটকি বিক্রি করতে পারেন।
অনেক ভোজন রসিক শুটকির পদ দিয়েই পেট ভরে ভাত খেয়ে ফেলেন। এক সময় খাবার হোটেলে শুটকির কোন পদ বিক্রি হতো না। সময়ের পরিক্রমায় এটি এখন জনপ্রিয় পদ হয়ে উঠেছে। ফলে স্বল্প পুঁজির হোটেলসহ অভিজাত হোটেলেও এখন শুটকির বিভিন্ন পদ তৈরি হচ্ছে। উঁচু তলার মানুষেরাও এখন সখ করে শুটকির বিভিন্ন পদ খাচ্ছেন। কিশোরগঞ্জের উন্নত মানের শুটকি এখন বিদেশেও যাচ্ছে। শুটকি ব্যবসায়ীরা জানালেন, চৌগাংগা এলাকায় শুটকির অন্তত ৫০টি ডাঙ্গি আছে। জেলার কুলিয়ারচর, বাজিতপুর, নিকলী, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং ভৈরবেও এরকম প্রচুর শুটকির ডাঙ্গি রয়েছে।
জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল বলেছেন, কিশোরগঞ্জে শুটকি ব্যবসা স্থানীয় মৎস্য অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখছে। এই জেলায় বছরে প্রায় ৫০ কোটি টাকার শুটকির বাণিজ্য হয়। কেবল আর্থিক লেনদেন নয়, এই খাতে বিশাল একটি জনগোষ্ঠীর কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়। জেলা মৎস্য মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, কিশোরগঞ্জে বছরে বিভিন্ন জাতের শুটকি উৎপন্ন হয় ৯৬৬ দশমিক ৮৫ মেট্রিক টন। শুটকির চাহিদা সারা বছরই থাকে। সংরক্ষণও করা যায় সারা বছর। যে কারণে শুটকি ব্যবসা একটি নিরাপদ ব্যবসা বলেও মনে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *