# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের যুবক লেদার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ শাওন হিমালয় পর্বতমালার ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার ‘আমা দাবলাম’ পর্বত জয় করে ৯ নভেম্বর শনিবার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তার মা শিরিন আহমেদ জানিয়েছেন, ছেলে শাওন নেপাল থেকে বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ২টায় নেমেছেন। মায়ের সাথে ফোনে অনেকক্ষণ কথাও বলেছেন। বিমান বন্দরে শাওনের পর্বতারোহী ক্লাব ভার্টিকাল ড্রিমার্সের সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন।
শাওন গত ২ নভেম্বর ‘আমা দাবলাম’ শৃঙ্গে উঠে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন। কিশোরগঞ্জের কোন পর্বতারোহীর এটাই প্রথম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয়ের রেকর্ড। আর ‘আমা দাবলাম’ পর্বত শৃঙ্গ পঞ্চম বাংলাদেশী হিসেবে জয় করলেন তানভীর আহমেদ শাওন। এর আগে ডা. বাবর আলী, নিশাত মজুমদার, কাউসার রূপক ও তৌফিক তমালও এই পর্বত শৃঙ্গ জয় করেছেন। তারাই ছিলেন শাওনের অনুপ্রেরণার উৎস।
দুই বছরের এক কন্যা সন্তানের জনক শাওন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার তারেক উদ্দিন আহমেদ আবাদ ও প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আহমেদ শিউলির প্রথম সন্তান। শিরিন আহমেদ জানান, তাদের দুই সন্তানের মধ্যে ছোট ছেলে সিভিল ইঞ্জিনিয়ার সোহান আহমেদ তন্ময়ও বড়ভাই শাওনের সাথে ২০২১ সালে হিমালয়ের অন্য একটি পর্বত ‘চুল্লু ফাড়ি’ জয় করে এসেছেন। এবার শাওন জয় করলেন ‘আমা দাবালাম’ পর্বত শৃঙ্গ।
শিরিন আহমেদ জানান, ‘আমা দাবালাম’ পর্বতটি খুবই খাড়া প্রকৃতির। এই পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে এ পর্যন্ত ৩৪ জন আরোহী প্রাণ হারিয়েছেন। যে কারণে শাওনকে নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে ভালোয় ভালোয় শাওন ‘আমা দাবলাম’ জয় করে দেশে ফিরে আসায় মা স্বস্তি বোধ করছেন, পাশাপাশি গর্ববোধও করছেন। শাওন ১৩ অক্টোবর নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন।