# মিলাদ হোসেন অপু :-
নির্বাচনের বিষয়ে আমাকে কোন দায়িত্ব দেয়া হয়নি তাই কিছুই বলতে পারবো না। ভৈরব একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর এলাকা। এখানে একটি আন্তর্জাতিক মানের নৌবন্দর গড়ে তোলা হবে। আজ ১১ নভেম্বর সোমবার বেলা ১২টায় কিশোরগঞ্জের ভৈরব নদীবন্দর লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি আরো বলেন, আশুগঞ্জে একটি আন্তর্জাতিক কার্গো টার্মিনাল হচ্ছে। ভারতের নিজস্ব তত্ত্বাবধানে টার্মিনালটি তৈরি হলেও এর সুফল ভারত বাংলাদেশ যৌথভাবেই ভোগ করবে। বিশ্বব্যাংকে অর্থায়নে ভৈরবে অল্প সময়ের মধ্যে এই প্রকল্প কাজ শুরু করা হবে৷ এই কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে করতে না পারলে প্রজেক্টটি হাত ছাড়া হয়ে যাবে।
ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বিশ্বব্যাংকে অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে তিনটি পল্টুনে তৈরি করে চারটি প্রজেক্টের মাধ্যমে কাজ করা হবে। কাজগুলো হবে আন্তর্জাতিক মানের। এই কাজ করতে গিয়ে এখানে সাময়িক সমস্যা হবে। তবে বৃহত্তর স্বার্থে এটা মেনে নিতে হবে। বন্দরের পাশে যাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং যারা জমির মালিক যদি তাদের প্রয়োজনীয় কাগজপত্রাদি ও খতিয়ান ঠিক থাকে তাদের সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে।
পরিদর্শন উপদেষ্টার একান্ত সচিব (উপ সচিব) জাহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, প্রকল্প পরিচালক আইয়ুব আলীসহ প্রধান প্রকৌশলী (পুর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও পরিচালক (বওপ) চেয়ারম্যান সফরসঙ্গী ছিলেন৷
এ ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভৈরবে নদীবন্দর সফর শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিশ্বব্যাংক প্রকল্প কর্তৃক নির্মাণাধীন আশুগঞ্জ কার্গো টার্মিনাল নির্মাণের সার্বিক কার্যক্রম পরিদর্শন, LOC ও জিওবি’র অর্থায়নে বাস্তবায়নাধীন আশুগঞ্জ কনটেইনার নদীবন্দর স্থাপন প্রকল্প পরিদর্শন করেন।