# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শ্রেণিকক্ষে ২৭ অক্টোবর রোববার সকালে ঢুকে ত্রাস সৃষ্টিকারী যুবক জুবায়ের এলাহীকে (২১) কিশোরগঞ্জের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র জুবায়ের শহরের গাইটাল এলাকার সাবুতাজ মাদ্রাসার পার্শ্ববর্তী সুলতান মিয়ার ছেলে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের অফিস সহায়ক সুলতান মিয়া জানান, জুবায়েরের মানসিক সমস্যা আছে। তিন বছর আগেও সদর থানার পুলিশ একটি ঝগড়ার ঘটনায় জুবায়েরকে গ্রেপ্তার করে মানসিক সমস্যার কারণে সেদিনই ছেড়ে দেয়।
কিশোরগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. শ্যামল মিয়া জানিয়েছেন, ২৮ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে তারা জুবায়েরকে গ্রেপ্তার করেছেন। এরপর ঢাকা থেকে ডিবির একটি দল এসে তাকে নিয়ে গেছে। জুবায়েরের বাবা সুলতান মিয়া জানান, জুবায়ের রোববার ভোরে বাসা থেকে বেরিয়ে ঢাকায় যান। এদিনই সকালে সলিমুল্লাহ মেডিক্যালে ঢুকে ত্রাস সৃষ্টি করে। এসময় শিক্ষার্থীরা ভয়ে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যান। আবার এদিনই রাত ১২টার দিকে কিশোরগঞ্জের বাসায় চলে আসেন। আর সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সুলতার মিয়ার ৫ ছেলে-মেয়ের মধ্যে জুবায়ের তৃতীয়।