# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, ‘আমি কোন অপরাধ করিনি, কোন দুর্নীতি করিনি। তার পরও আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আমেরিকা থেকে আমি ৫ বছর ৭ মাস পর দেশে আসলাম। আমি দেশের জন্য জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। এখনও কাজ করতে চাই। কেউ বলতে পারবেন না, মন্ত্রী থাকার সময় কাউকে অন্যায়ভাবে কোন কাজ দিয়েছি। আমি কিশোরগঞ্জের মন্ত্রী হলেও অন্যান্য জেলার উন্নয়নে ব্যতিক্রম করিনি। আমি বিশ্বব্যাংকে চাকরি করতাম। এত বেতন পেতাম, আপনারা কল্পনাও করতে পারবেন না। বেগম খালেদা জিয়া যখন আমাকে দায়িত্ব দিতে চাইলেন, তখন দেশ ও জনগণের জন্য কাজ করতে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি। অথচ আরও অনেক বছর আমার চাকরি ছিল।’
৩০ অক্টোবর বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা করিমগঞ্জের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা সভায় ওসমান ফারুক এসব কথা বলেন। তার ওপর করা অন্যায়ের বর্ণনা দিতে গিয়ে তিনি কয়েকবার কেঁদে ফেলেন। তিনি বলেন, রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করে অন্যায় আর দুর্নীতি যারা করেছেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, যুগ্ম-সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ একের পর মিছিল নিয়ে সংবর্ধনা সভায় যোগ দেন। ড. ওসমান ফারুক গত ২৪ অক্টোবর আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন। আর করিমগঞ্জের বাড়িতে এসেছেন মঙ্গলবার রাতে।
ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার সময় একাত্তরে যুদ্ধাপরাধ করেছেন মর্মে তার বিরুদ্ধে তদন্তে নেমেছিলেন মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান সমন্বয়ক করিমগঞ্জের বাসিন্দা সানাউল হক। এ ঘটনায় ওসমান ফারুক আমেরিকায় চলে গিয়েছিলেন। সংবর্ধনা সভায় অন্যান্য বক্তা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বানোয়াট অভিযোগ আনার পেছনে এ নির্বাচনী এলাকার সাবেক এমপি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সানাউল হককে দায়ী করেন। এসময় সমাবেশ থেকেও এ দুজনের বিচার দাবি করে বার বার শ্লোগান ওঠে। তবে ড. ওসমান ফারুক বলেছেন, এটা কেবল দুজন ব্যক্তির বিষয় নয়, নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, আমাকে সেসময় বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা তাদের সাথে নিরাপদে দেশ ত্যাগ করতে প্রস্তাব দিয়েছিলেন। আমি প্রত্যাখ্যান করেছি। আমি অপরাধ করিনি, দুর্নীতি করিনি, স্বচ্ছতার সাথে রাজনীতি করেছি। আমি কেন দেশ ছেড়ে যাব। কিন্তু শেষ পর্যন্ত আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এর পরও তখন বিমান থেকে একবার আমাকে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে বন্ধুত্বের কারণে সরকার আমাকে আপদ মনে করে বিদায় করার সিদ্ধান্ত নেয়। আমি আমেরিকায় চলে যাই।
তিনি বলেন, আমি এখনও বিভিন্ন দূতাবাসে চাকরি করতে পারি। কিন্তু এখন থেকে দেশেই থাকবো। রাজনীতি করি বা না করি, মানুষের জন্য কিছু করতে চাই। কোন নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, আমি সেটা চাই। বিদেশে থাকতে যে মনে কত কষ্ট হয়, সেটা আমি যেমন বুঝেছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বুঝতে পারেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারেন, সেই কামনা করেন। সেই সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। তিনি সবাইকে স্বচ্ছতার সাথে রাজনীতি করার পরামর্শ দেন। কেউ যেন অন্যায়ের সাথে জড়িত না হন, সেই পরামর্শ দেন।
মিছিলে গিয়ে মৃত্যু
ওসমান ফারুকের সংবর্ধনা সভায় মিছিল নিয়ে যাওয়ার পথে করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী বাদল রহমান স্ট্রোক করে মারা গেছেন বলে সভায় জানানো হয়েছে। ড. ওসমান ফারুক তার বক্তৃতায় এই মৃত্যুর জন্য দুঃখ ও শোক প্রকাশ করেছেন।