# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের শাশুড়িকে এনজিও থেকে টাকা তুলে দেয়ায় ও দীর্ঘদিনের দ্বন্দ্বে প্রতিবেশী এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ ৩০ অক্টোবর বুধবার বিকাল ৫টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার আইস কোম্পানি মোড়ের বজন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারী ও অভিযুক্তরা একই বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ৩ নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিহত নারী পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার বজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়ার গকুল নগর এলাকার বাবুল মিয়ার স্ত্রী শাহারা বেগম (৫০)।
অভিযুক্ত আটককৃতরা হলেন, বজন মিয়ার বাড়ির ভাড়াটিয়া রতন মিয়া, তার স্ত্রী খোদেজা বেগম, মেয়ে স্মৃতি বেগম ও বাবুল মিয়ার মেয়ে সোমা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত বজন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন নিহত শাহারা বেগম ও খোদেজা বেগমের পরিবার। গত ১ মাস আগে শাহারা বেগম খোদেজা বেগমের মেয়ের জামাইকে একটি এনজিও থেকে টাকা তুলে দেন। এতেই দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব তৈরি। এদিকে একই বাড়িতে থাকায় পানি ব্যবহারসহ বিভিন্ন ভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। নিহত শাহারা বেগম ঝগড়া থেকে বাঁচতে বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল। জিনিসপত্র নেয়ার সময় তাদের মধ্যে সকালে ঝগড়া বাধে। বিকালে খোদেজা বেগমের পরিবার শাহারা বেগমের উপর হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় দৌঁড়ে গিয়ে বাড়ির পাশ রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৩ নারীসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নিহতের বোনের ছেলে হীরা বলেন, প্রায় সময় আমার খালার সাথে খোদেজা বেগমের পরিবারে ঝগড়া হতো। ৩০ অক্টোবর বুধবার বিকালে চারজন নারীসহ পাঁচজন খালাকে মারধর করে। রতন মিয়া, খোদেজা বেগম, স্মৃতি, সোমা ও রাবেয়া মিলে মারধর করে। এদের মধ্যে স্মৃতি বেশি মারধর করেছে। সামান্য বিষয় নিয়ে তারা আমার খালাম্মাকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বারসহ নারী পুরুষসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।