# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্যের পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৮ জন আহত হন।
২৮ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. জালাল উদ্দীন (৬০), মনোয়ারা বেগম (৮০), প্রিয়া আক্তার (২১), হালিমা খাতুন (৩৫), বকুল মিয়া (৬০), মজিবর মিয়া (৪৫), শাহ আলম (৩৫), আলামিন (২৫) ও জুবায়ের (৩০)।
গুরুতর আহত জালাল উদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডিউটিরত একজন নার্সকে আহত জালাল উদ্দীনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রতিবেদককে জানান যে, রোগীর মাথায় গভীর ক্ষত হয়েছে তা অপারেশনের জন্য প্রস্তুতি চলছে।
হামলা ও লুটপাটের ঘটনায় ভুক্তভোগী জালাল উদ্দিন ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে বাজিতপুর থানায় ১৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মোজাম্মেল হোসেনের পিতা মো. জালাল উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ অক্টোবর সোমবার সকালে মুক্তু মিয়া, দিলু মিয়া, আক্তার মিয়া, সাইকুল, কিবরিয়া, জুয়েল, আলামিন, বরকতসহ অজ্ঞাত আরো ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালায়। এই সময় তিনিসহ ৮ জন আহত হন। তারা ঘরে থাকা স্বর্ণা অলংকার টাকা পয়সা লুট করে নিয়ে যায়।
আসামি পক্ষের ৩ নম্বর আসামি হুকুম দাতা মো. দিলু মিয়াকে উক্ত ঘটনা সম্পর্কে এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা জানার জন্য ফোন দিলে তিনি তা অস্বীকার করেন। এদিকে ১নং আসামি মুক্তু মিয়াকে এ বিষয়ে ফোনে জিজ্ঞেস করলে, তিনি বলেন, জালাল উদ্দিন একজন দখলবাজ ব্যক্তি সে আমাদের প্রতিনিয়ত গালিগালাজ করত। আমাদের রাস্তাঘাট বন্ধ করে রাখত। প্রতিবেশীদের ধাওয়া খেয়ে তার মাথায় চোট লেগেছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, জালাল উদ্দিন বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।