• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

ক্ষুদ্র ঋণের সুদের হার কমতে পারে ……… এমআরএ

বক্তব্য রাখছেন এমআরএ’র নির্বাহী ভাইসচেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন -পূর্বকণ্ঠ

ক্ষুদ্র ঋণের সুদের
হার কমতে পারে
……… এমআরএ

# নিজস্ব প্রতিবেদক :-
নিকলীর সর্বাধিক ভাঙন কবলিত এলাকা ঘোড়াউত্রা নদী তীরবর্তী ইউনিয়ন ছাতিরচর। এখানে ৫৩০টি পরিবার ক্ষুদ্র ঋণ নিয়ে জীবন সংগ্রামে লিপ্ত। তাদের সমস্যা, জীবন সংগ্রামের চিত্র দেখার জন্য সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন গণশুনানিতে অংশ নিয়েছিলেন। ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে ছাতিরচর গ্রামে আয়োজন করা হয় গণশুনানি অনুষ্ঠানের।
অনুষ্ঠানে এলাকার চেয়ারম্যান এআর খান, সাবেক চেয়ারম্যান মো. হানিফ, ঋণ গ্রহিতা আইরিন আক্তার ও মরিয়ম আক্তারসহ অনেকেই সুদের হার কমানো এবং সপ্তাহে বা মাসে কিস্তির পরিবর্তে বছরে একবার বা দুইবার কিস্তি পরিশোধের নিয়ম চালুর দাবি জানিয়েছেন। জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি এমআরএ নির্বাহী ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক ধারণা দিয়েছে, আগামী ৬ মাস পর ব্যাংকের সুদের হার কমে আসবে। ফলে এর পর থেকে সরকার এনজিওগুলোকে যেমন কম সুদে টাকা দিতে পারবে, আবার এনজিওগুলোও ঋণগ্রহিতাদের মাঝে কম সুদে ঋণ দিতে পারবেন। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের মধ্যে ৮০ ভাগ ফেরত আসে। বড় ঋণ খেলাপির মত এখানে এরকম ঋণ খেলাপির সংস্কৃতি নেই।
পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার বলেছেন, ঋণ গ্রহিতাদের প্রস্তাব অনুসারে বছরে দুইবার বা একবার কিস্তি নেওয়া যায় কি না, সেটা বাস্তবতা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পপির কর্মকর্তারা জানিয়েছেন, ছাতিরচর এলাকায় পপি চার কোটি টাকা ঋণ দিয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআরএ’র নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী, পপির পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক নাসিম হাসান, সোহেল সোবহান, শহীদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *