# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলাসহ নানান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার শহরের আমলাপাড়া উদয়ন স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন।
বিদ্যালয় পরিচালক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহযোগী পরিচালক মানিক চৌধুরি, সহকারী শিক্ষক শামীমা পারভিন, বিজ্ঞান বিভাগের শিক্ষক ইফতেখার করিম রাহাত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাগজে কলমের মাধ্যমে শিক্ষা অর্জন এক সময় বাস্তব জীবনে কাজে লাগে না। তাই মানুষকে লেখা পড়ার পাশাপাশি নানাবিধ শিক্ষা অর্জন করতে হয়। আজকে যারা মেধা মননের মাধ্যমে ছোট ছোট উদ্ভাবন আবিষ্কারের চেষ্টা করছে তারা ক্ষুদে বিজ্ঞানী। একসময় তারা দেশ বিদেশে তাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে সুনাম বয়ে আনবে। দেশের খ্যাতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞান মেলায় আইসিটি জ্ঞান প্রতিযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই ও মেধা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ৩ দিন ব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ১ম দিন বিজ্ঞান মেলা ও আইসিটি প্রতিযোগিতা, দ্বিতীয় দিন সাংস্কৃতিক দিবস ও তৃতীয় দিন বিতর্ক উৎসব (বাংলা ও ইংরেজি) এর আয়োজন রাখা হয়েছে।
এদিকে আজকের বিজ্ঞান মেলায়, ১৫টি বিভিন্ন উদ্ভাবন নিয়ে সাজানো হয়েছে। এখানে উদ্ভাবনীর মধ্যে রয়েছে পানির ক্যাপিলারি অ্যাকশন, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস, বেম্বো ওয়াটার ফ্লাক্স, গ্যাস লিকেজ ডিটেক্টর, ওয়াটার ল্যান্স, দা ভিঞ্চি ব্রিজ, ভূমিকম্প ডিটেক্টর, ভূমিকম্প অ্যালার্ম, রেইন ডিটেক্টর, অটোমেটিক গেইট সিস্টেম, দূরত্ব মাপার মেশন, বায়োডিগ্রেডেবল পেন, পুলি, সোলার সিস্টেম মডেল, ওয়াটার পিউরিফিকেশন, অ্যান্টি থেফট সিস্টেম।