# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মোটরসাইকেলে বহন করে মাদক পাচার করতে গিয়ে নিষিদ্ধ স্কার্ফ সিরাপসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে পৌর শহরের পৌরসভা রোডের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ চরচারতলা এলাকার হেলাল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২৩)। আজ বুধবার ২৩ অক্টোবর দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে এএসপি মো. শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল আরোহী মো. সাগরকে আটক করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দসহ তাকে তল্লাশি করে ৫০ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ পাওয়া যায়। মাদক বিক্রির ৪ হাজার ৮শত টাকাও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। আইনি প্রক্রিয়া শেষে মাদক কারবারীকে ভৈরব থানা পুলিশের দ্বারা আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।