# নিজস্ব প্রতিবেদক :-
ইটনায় পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ কেটে গ্রাম উন্নয়ন কমিটির একটি জলমহাল দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব তানজিন সিদ্দিকী রিয়াদ বলছেন, ‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যারা এই অভিযোগ করছেন, তারা আগামী এমপি নির্বাচনকে কেন্দ্র করে এলাকার অন্য বিএনপির প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন। আর আমি রয়েছি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের পক্ষে। এ কারণেই মূলত এসব অভিযোগ করা হয়েছে।’
ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামবাসীর পক্ষে মৃত আব্দুল আহাদ ভূঁইয়ার ছেলে বিএনপি কর্মী মো. আল মোজাহিদুল ইসলাম ভূঁইয়া ইটনা থানায় জলমহাল দখলের অভিযোগটি করেছেন। অভিযোগে তিনি বলেন, থানেশ্বর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি ফসল রক্ষা বাঁধ রয়েছে। সেখানকার খালের ওপর বাঁধে একটি সøুইস গেট রয়েছে। এর ভেতর হাওরে এলাকাবাসীর এক হাজার ৮০ হেক্টর ফসলি জমি রয়েছে। বর্ষার ভাটার সময় হাওরের সকল মাছ ওই খাল দিয়ে নেমে যায়। এলাকায় ‘থানেশ্বর গ্রাম উন্নয়ন কমিটি’ নামে একটি কমিটি রয়েছে। এই কমিটিই খালকেন্দ্রিক জলমহালটি সবসময় ইজারা দিয়ে আসছিল। বছরে ইজারা হয় ১২ লাখ ৬৫ হাজার টাকা। এই টাকা থেকে এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন করা হয়।
কিন্তু ইটনা উপজেলা যুবদলের সদস্য সচিব তানজিন সিদ্দিকী রিয়াদ, মো. মুর্শেদ ভূঁইয়া, মো. আব্দুল হামিদ ও জাহাঙ্গীর মিয়াসহ ৩৪ জন ব্যক্তি গত ১৬ সেপ্টেম্বর সকালে জলমহালটি জোরপূর্বক দখল করে নেন বলে মুজাহিদুল ইসলাম জানিয়েছেন। এলাকাবাসী বাধা দিলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখানো হয়। এমনকি মসজিদের মাইকে এলাকাবাসীকে শাসানো হয়, কেউ বাধা দিতে আসলে খুন জখম করা হবে বলে থানার অভিযোগে তিনি লিখেছেন। এ নিয়ে তিনি ইটনার সেনা ক্যাম্পেও অভিযোগ করেছিলেন। সেনা সদস্যরা ১৮ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করে দখল থেকে নিবৃত্ত থাকার জন্য বলে যান। কিন্তু দখল বন্ধ হয়নি। বরং মাছ ধরার জন্য ওই রাতে এস্কেভেটর (ভেকু) নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ কেটে ফেলেছেন। এতে বাঁধের ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। ফলে গত ১৫ অক্টোবর মোজাহিদুল ইসলাম ইটনা থানায় এসব বর্ণনা উল্লেখ করে যুবদল নেতা তানজিন সিদ্দিকী রিয়াদসহ ৩৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগটি দিয়েছেন।
মোজাহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রাম উন্নয়ন কমিটির সাথে গ্রামের দল-মত নির্বিশেষে সবাই জড়িত। এই কমিটির নামে ইটনার সোনালী ব্যাংকে বর্তমানে ৩৯ লাখ টাকা সঞ্চিত আছে। দখলদাররা চেষ্টা করছেন নতুন একটি ভুয়া কমিটি করে সেই টাকা হাতিয়ে নিতে। অথচ এই হাওরে অভিযুক্ত ৩৪ জনের কারও এক শতাংশ জমিও নেই।
এ ব্যাপারে যুবদল নেতা তানজিন সিদ্দিকী রিয়াদকে মোবাইল ফোনে প্রশ্ন করলে বলেন, এই ঘটনার সাথে তার কোনই সম্পর্ক নেই। আগের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন থানেশ্বর গ্রামের বাসিন্দা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান। ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি মামলার আসামি হয়ে তিনি এখন পলাতক। যদিও এই কমিটির সাথে রাজনীতির কোন সম্পর্ক ছিল না। কিন্তু সভাপতি পলাতক থাকায় এলাকাবাসী নতুন কমিটি করেছেন। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জলমহালটির উন্মুক্ত ইজারা ডাকের ব্যবস্থা করেছিলেন। সেখানে আতাউল্লাহ নামে এক ব্যক্তি ১১ লাখ ৫৬ হাজার টাকায় জলমহালটি ইজারা পেয়েছেন। তিনি বলেন, এখানে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ কাজ করছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এই আসনে এমপি নির্বাচন করবেন। যুবদল নেতা রিয়াদ থানেশ্বর এলাকায় ফজলুর রহমানের একজন সমর্থক। আবার থানেশ্বর এলাকায় বিএনপির আরও একাধিক প্রার্থী আছেন। তাদের লোকেরাই রিয়াদের বিরুদ্ধে জলমহাল নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে রিয়াদ দাবি করেছেন। তবে অভিযোগকারী মোজাহিদুল ইসলাম এসব রাজনৈতিক বিরোধের বিষয় অস্বীকার করেছেন।
থানেশ্বর গ্রামের বাসিন্দা গ্রাম উন্নয়ন কমিটির যুগ্ম-সম্পাদক বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া জানান, এই কমিটির সাথে রাজনীতি বা নির্বাচনের কোন সম্পর্ক নেই। সব দলের লোকজনই কমিটিতে আছেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও একজন ইমামের যৌথ স্বাক্ষরে কমিটির ব্যাংক হিসাব পরিচালিত হয়। পরিস্থিতির সুযোগে রিয়াদের নেতৃত্বে জলমহালটি দখল হয়ে গেছে। তবে কমিটির সভাপতি চৌধুরী কামরুল হাসান পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।
এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি থানেশ্বর গ্রামের বাসিন্দা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়াও বলেছেন, গ্রাম উন্নয়ন কমিটির সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। কমিটিতে সব দলের লোকজনই আছেন। গ্রামবাসী বসে সর্বসম্মতিক্রমে কমিটি করেছেন। বর্তমান পরিস্থিতির সুযোগে যুবদল নেতা রিয়াদ বিএনপির কিছু লোকজন নিয়ে জলমহালটি জোরপূর্বক ইজারা দিয়েছেন। ইজারার টাকাগুলো তাদের কাছেই আছে, ব্যাংকে জমা হয়নি। এমনকি ব্যাংকে জমা গ্রাম উন্নয়ন কমিটির আগের টাকাগুলোও তারা তুলে নেওয়ার পাঁয়তারা করছেন। আমি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রেখেছি।
এ ব্যাপারে ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি অভিযোগটি দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনকে বাঁধের বিষয়ে প্রশ্ন করলে জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তবে ইটনার উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে দেখার জন্য পাঠাবেন। এরপর পরবর্তী করণীয় ঠিক করবেন।