# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে জেলা প্রশাসন বিভিন্ন মহলের সাথে ১৪ অক্টোবর সোমবার বিকালে সভা করেছে। সভায় স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃষক পর্যায় থেকে তদারকি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পাইকারি হাট এবং খুচরা হাটে পৃথক মূল্য তালিকা রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। কৃষক পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত মূল্যের অস্বাভাবিক তারতম্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক পাইকারদের কাছে যে দামে পণ্য বিক্রি করেন, বাজারে নিয়ে এর তিনগুণ চারগুণ বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয় বলে বিভিন্ন বক্তা মন্তব্য করেছেন।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, মেজর জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, খামার বাড়ির উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত, শহরের বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলুসহ সবজি উৎপাদনকারী ও সবজি ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জানান, জমি থেকে কৃষকরা পাইকারদের কাছে কেমন দামে পণ্য বিক্রি করছেন, এ ব্যাপারে স্থানীয় কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিনের তথ্য নিয়ে জেলা মনিটরিং কমিটিকে জানাবেন। সেই অনুযায়ী বাজার তদারকি করে মূল্য যাচাই করা হবে। পাইকারি হাট আর খুচরা হাটের মধ্যে মূল্যের সামঞ্জস্য বজায় রাখার জন্য উভয় হাটেই প্রতিদিনের মূল্য তালিকা টানাতে হবে। কেউ অনিয়ম করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। অল্প দিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আনা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস প্রদান করেছেন। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, পুরানথানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লায়েক আলী, কাচারি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।