• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে র‌্যাব পুলিশের অভিযানে ৬ ছিনতাইকারী আটক কুলিয়ারচরে গ্রাম পুলিশের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় আপডেট ; ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত নিকলীতে বিএনপির সম্মেলনে ভোটে নির্বাচিত মিঠু-হেলিম ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার এবার মামলা হলো সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

সবজির দাম আকাশচুম্বী পাইকারী-খুচরায় ফারাক

কিশোরগঞ্জ শহরের বড়বাজারের পাইকারী হাটের দৃশ্য -পূর্বকণ্ঠ

সবজির দাম আকাশচুম্বী
পাইকারী-খুচরায় ফারাক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সবজির বাজারে আগুন। অধিকাংশ সবজিই কেজিতে শতক বা দ্বিশতক ছুঁয়েছে। পাইকারী আর খুচরা বাজারে দামের ব্যবধান অবিশ্বাস্য। গত রোববার জেলা শহরের বড়বাজারের সবজির হাটে গিয়ে এমন চিত্রই পাওয়া গেছে।
পাইকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সুজন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ীর দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, এক পাল্লা (৫ কেজি) শশা বিক্রি করছেন ২৫০ টাকায়, এক পাল্লা বেগুন বিক্রি করছেন ৪০০ টাকায়, এক পাল্লা টমেটো বিক্রি করছেন এক হাজার টাকায়, এক পাল্লা পটল বিক্রি করছেন ৩০০ টাকায়, এক পাল্লা করলা বিক্রি করছেন ৪৫০ টাকায়, এক পাল্লা পেঁপে বিক্রি করছেন ১৩০ টাকায়।
একই বাজারের মিজান ও সাইফুলসহ বিভিন্ন খুচরা দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, কোন কোন সবজি পাইকারী দামের চেয়ে প্রতি কেজি বিক্রি করছেন ২০ টাকা থেকে ৪০ টাকা বেশি দামে। যেমন পাইকারী দোকানে ৫ কেজি বেগুনের দাম ৪০০ টাকা। কিন্তু খুচরা দোকানে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। পাইকারী দোকানে ৫ কেজি টমেটোর দাম এক হাজার টাকা। খুচরা বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি। আবার ৫ কেজি পটলের পাইকারী দাম ৩০০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। পাইকারী দোকানে ৫ কেজি শশার দাম ২৫০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। পাইকারী দোকানে ৫ কেজি পেঁপের দাম ১৩০ টাকা। খুচরা বক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। পাইকারী দোকানে ৫ কেজি করলার দাম ৪৫০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। প্রতিটি শাকসবজির ক্ষেত্রেই একই অবস্থা। কদিন আগেও যে লাউ খুচরা বিক্রি হয়েছে ৪০ টাকা পিস, সেটি এখন ৭০ টাকা। কয়েকদিন আগেও পাঁচ আটি লাল শাক বিক্রি হয়েছে ৩০ টাকায়। এখন এক আটির দাম চাওয়া হচ্ছে ২৫ টাকা। ২৫ টাকার পুঁইশাক এখন ৬০ টাকা। এদিকে শহরতলির শতাল এলাকার পেঁপে চাষী আরিফুল ইসলাম বারী জানিয়েছেন, তাঁরা বাগান থেকে বেপারিদের কাছে প্রতি কেজি পেঁপে ১৫ টাকা দরে বিক্রি করেন। সেই পেঁপে দুই হাত ঘুরে বাজারে গিয়ে হয়ে যায় ৪০ থেকে ৫০ টাকা কেজি।
সাধারণ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। শহরের নগুয়া এলাকার ক্রেতা মকবুল হোসেন ও নিউটাউন এলাকার ফজলুর রহমান জানান, তাঁরা এখন শাকসবজি কেনা পরিমাণে কমিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ সরকার আমল থেকেই শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অবিশ্বাস্যরকম বেশি ছিল। সেই মাত্রা এখন বহুদূর ছাড়িয়ে গেছে। এখন আর পছন্দ অনুযায়ী কোন কিছু কেনার সুযোগ নেই। দাম বুঝে কিনতে হয়। স্বল্প আয়ের মানুষের মাসের হিসাব এখন আর মেলানো যায় না।
এদিকে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শিখা বেগম জানিয়েছেন, কয়েকদিন ধরে বাজার তদারকি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতও হচ্ছে। কিন্তু তাঁরা গেলে দাম কিছুটা কম রাখে, চলে আসলেই আবার দাম বাড়িয়ে দেয়। শাকসবজির দোকানে দৈনিক মূল্য তালিকা রাখার কথা বলা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা মানছেন না। তবে এই নিয়মটা চালু করতে হয়ত কয়েক দিন সময় দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ জানিয়েছেন, তিনি গত রোববার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজার তদারকি করতে গিয়েছিলেন। সবাইকে যৌক্তিক মূল্য রাখার পরামর্শ দিয়েছেন। অতিরিক্ত মুনাফা করলে আইনের আওতায় আনা হবে। গত সোমবার বিকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা ডেকেছেন। সেখানে বিভিন্ন মহলের মতামত গ্রহণ করে পরবর্তী কর্মপন্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *