# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুয়া খেলার সময় ১০ জুয়ারিকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। আজ ৮ অক্টোবর মঙ্গলবার রাত দেরটার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের হুরুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হুরুয়া গ্রামের মুকবুল হোসেন (৪৫), শাহীন মিয়া (৪০), মোশারফ হোসেন (৪৬), মাঈনউদ্দিন (৪০), বিল্লাল মিয়া (৪০), মুকবুল হোসেন (৫৫), মো. নুরুল ইসলাম (৬২), দানু মিয়া (৬০), মোক্তার হোসেন (৩৬), রূপ মিয়া (৬৫), তাদের মধ্যে মালু মিয়া (৬০) নামে একজন পলাতক রয়েছেন।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জুয়ারিদের কাছ থেকে জুয়া খেলার একুশ হাজার চল্লিশ টাকা, ১৫০টি তাস, বিভিন্ন ব্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ১টি হলুদ রংয়ের ছোট টর্চলাইট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়ার নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।