• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ন্যাশনাল ব্যাংকে লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক হোসেনপুরে বসত ঘরে ঝুলছিল কিশোরীর মরদেহ মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত হোসেনপুর পৌরসভায় মাষ্টার প্ল্যান প্রণয়নের লক্ষে মতবিনিময় কর্মশালা অপরাধ করিনি দুর্নীতি করিনি আমাকে দেশ ছাড়তে হয়েছে …….. ড. ওসমান ফারুক ভৈরবে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে মারধোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বাজিতপুরে সেনা সদস্যের পরিবারের উপর হামলা, বাড়ি ঘরে লুটপাট, আহত ৮ ২ সপ্তাহ যাবত প্রেমিকের বাড়িতে পড়ে আছে প্রেমিকা, মেয়ের অধিকার পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা ক্ষুদ্র ঋণের সুদের হার কমতে পারে ……… এমআরএ

ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর রোববার বাত ৮টায় উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহীদুল্লাহ।
এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল আহমেদ, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভৈরব উপজেলার সভাপতি অধ্যক্ষ শ্রীমন্ত লাল পাল, ভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী চন্দন কুমার পাল, শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ এর সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহা, জাতীয় পাটির সভাপতি মো. আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মো. তুহিন।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ, ভৈরব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মজিবুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব উপজেলা যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সুজন প্রমুখ। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলারা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভৈরব উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের দিক নির্দেশনা প্রদান করেন এবং অবশ্য অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের সকল কাজ সমাপ্ত করার নির্দেশ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে সিসিটিভি স্থাপন নিশ্চিত করাসহ তা সচল আছে কিনা এ ব্যাপারে গুরুত্বারোপ করেন, তিনি আরো বলেন নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানে এবং যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা গ্রহনের জন্য ভৈরব থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
উল্লেখ্য যে, আগামী ০৯ অক্টোবর ষষ্ঠিপূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ও ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *